বিসিএস (পুলিশ) ক্যাডারের ৪৩তম ব্যাচের চারজন শিক্ষানবীশ সহকারী পুলিশ সুপারকে (এএসপি) চাকরি থেকে অপসারণ করেছে সরকার।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১-শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব মো: মাহবুবুর রহমান প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন।
প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (পুলিশ) ক্যাডারের ৪৩তম ব্যাচের শিক্ষানবীশ চার সহকারী পুলিশ সুপারকে বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালা, ১৯৮১-এর বিধি ৬ (২) এ মোতাবেক সরাসরি চাকরি থেকে অপসারণ করা হলো।
তারা হলেন শিক্ষানবীশ সহকারী পুলিশ সুপার শের শাহ, শোভন কুমার বিশ্বাস, মো: রওশন জামিল এবং আশফাক ফেরদৌস।
যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে। বাসস



