অসহায় মানুষের মাঝে বিজিবির শীতবস্ত্র বিতরণ

রোববার (১১ জানুয়ারি) সকালে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

নিজস্ব প্রতিবেদক

Location :

Dhaka City
অসহায় মানুষের মাঝে বিজিবির শীতবস্ত্র বিতরণ
অসহায় মানুষের মাঝে বিজিবির শীতবস্ত্র বিতরণ |নয়া দিগন্ত

শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (১১ জানুয়ারি) সকালে বিজিবি’র উদ্যোগে ঢাকা ব্যাটালিয়নের (২৬ বিজিবি) ব্যবস্থাপনায় শহীদ জাকির হোসেন বিজিবি হাসপাতাল, ফোর্স সাপোর্ট উইং এবং আইসিটি ব্যাটালিয়নের পক্ষ থেকে রাজধানীর নবাবগঞ্জ পার্কের আশেপাশের এলাকায় বসবাসরত ৮০০ জন শীতার্ত ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো: শরীফুল ইসলাম বলেন, সেক্টর সদর দফতরের সেক্টর কমান্ডার কর্নেল এস এম আবুল এহসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন।

এ সময় ঢাকা ব্যাটালিয়ন (২৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: রফিকুল ইসলাম ও উপ-অধিনায়ক মেজর আবরার আল মেহবুব, আইসিটি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: মাহবুবুর রহমান, এবং শহীদ জাকির হোসেন বিজিবি হাসপাতাল, ঢাকার উপ-অধিনায়ক মেজর মো: কামরুল হাসান, ও ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মো: কামাল হোসেন শেখ এবং ফোর্স সাপোর্ট উইং, ঢাকা এর ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মো: মাহাতাব উদ্দিন এবং অন্যান্য বিজিবি সদস্য এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।

সেক্টর কমান্ডার শীতবস্ত্র বিতরণকালে সকলের উদ্দেশে বলেন, ‘বিজিবি সীমান্ত সুরক্ষার পাশাপাশি দেশের যেকোনো দুর্যোগ ও জরুরি পরিস্থিতি মোকাবেলা এবং আর্তমানবতার সেবায় সব সময়ই অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গত কয়েক দিন ধরে শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় প্রচন্ড শীতে অসহায় মানুষ কষ্ট পাচ্ছে। সারাদেশে শীতবস্ত্র বিতরণের মাধ্যমে অসহায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছে বিজিবি। এরই ধারাবাহিকতায় আজ বিজিবি’র পক্ষ থেকে ৮০০ জন অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।’

ভবিষ্যতেও মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।