ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, বাংলাদেশে ৫৪ বছরের ইতিহাসে দেখা যায়, একবার কেউ ক্ষমতায় বসলে নানা ছলচাতুরীর মাধ্যমে তা দীর্ঘায়িত করতে চায়। গণভোটের মাধ্যমে এ অবস্থার পরিবর্তন হবে।
তিনি আরো বলেন, তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন ও সরকারি কর্ম কমিশন গঠনে সরকারি ও বিরোধী দল একত্রে কাজ করবেও এই গণভোটের মাধ্যমে।
সোমবার রাজধানীর আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে গণভোটের বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি বক্তব্যে এসব কথা বলেন ধর্ম উপদেষ্টা।
তিনি বলেন, দেশব্যাপী ইসলামিক ফাউন্ডেশনের নেটওয়ার্ক বিস্তৃত। এসময় ইসলামিক ফাউন্ডেশনকে অধিদফতরে রূপান্তরের ঘোষণাও দেন উপদেষ্টা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ, মন্ত্রিপরিষদ সচিব ড. মো: আব্দুর রশীদ, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার ও ধর্ম সচিব মো: কামাল উদ্দিন। স্বাগত বক্তব্য দেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো: ফজলুর রহমান। আর সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ: ছালাম খান।
অধ্যাপক আলী রীয়াজ বলেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোট জয়ী হলে বাংলাদেশে হাসিনার মত আরেক ফ্যাসিস্ট তৈরি হবে না। আগামী ৫০ বছরে বাংলাদেশের ভবিষ্যত পথরেখা কী হবে তা গণভোটের মাধ্যমে নির্ধারিত হবে।
গত ১৬ বছরে দেশের আলেম-ওলামাসহ সাধারণ মানুষ চরম নিপীড়নের মধ্য দিয়ে গেছে বলেও অভিযোগ করেন তিনি। আলী রীয়াজ আরও বলেন, প্রতি শুক্রবার জুমার খুতবায় সাত থেকে আট কোটি মানুষ মসজিদের খতিব/ইমামদের বক্তব্য শোনেন। তাই গণভোটের বিষয়ে জনসচেতনতা সৃষ্টিতে ইমামদের ভূমিকা পালনের আহ্বান জানান।
অনুষ্ঠানে সারাদেশ থেকে বিশিষ্ট আলেম-ওলামা ও ইসলামিক ফাউন্ডেশনের মাঠ পর্যায়ের কর্মকর্তাসহ চার শতাধিক আলেম ও কর্মকর্তা অংশ নেন। বাসস



