সম্পদের হিসাব বিবরণী জমা দিয়েছেন আসিফ মাহমুদ

ইতোমধ্যে আমি সম্পদের হিসাব বিবরণী আজকে সকালেই দাখিল করেছি এবং আমার যে দু’টি পাসপোর্ট আছে সেটাও ক্যানসেল করেছি।

নয়া দিগন্ত অনলাইন
উপদেষ্টা আসিফ মাহমুদ
উপদেষ্টা আসিফ মাহমুদ |ইন্টারনেট

স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ বুধবার সকালে সম্পদের হিসাব বিবরণী জমা দিয়েছেন বলে জানিয়েছেন।

দুপুরে সচিবালয়ে ডাকা জরুরি সংবাদ সম্মেলনে পদত্যাগের বিষয়ে সরাসরি কিছু না জানানোয় সাংবাদিকরা তার সম্পদের হিসাব বিবরণী সম্পর্কে জানতে চান।

আসিফ মাহমুদ বলেন, ‘ইতোমধ্যে আমি সম্পদের হিসাব বিবরণী আজকে সকালেই দাখিল করেছি এবং আমার যে দু’টি পাসপোর্ট আছে সেটাও ক্যানসেল করেছি।’

আগামীকাল উপদেষ্টা পরিষদের বৈঠকে তাকে ডাকা হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘উপদেষ্টা পরিষদে আমাকে ডাকা হয়েছে। বাকিটা আপনারা আমাদের প্রধান উপদেষ্টার যে দফতর আছে, সেখান থেকেই জানবেন।’