খালেদা জিয়ার জানাজা-দাফন ঘিরে ঢাকায় ২৭ প্লাটুন বিজিবি মোতায়েন

খালেদা জিয়ার জানাজা ও দাফনের নিরাপত্তার জন্য ঢাকার গুরুত্বপূর্ণ স্থানে ২৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
খালেদা জিয়ার জানাজা-দাফন ঘিরে ঢাকায় ২৭ প্লাটুন বিজিবি মোতায়েন
খালেদা জিয়ার জানাজা-দাফন ঘিরে ঢাকায় ২৭ প্লাটুন বিজিবি মোতায়েন |প্রতীকী ছবি

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজা ও দাফনকে কেন্দ্র করে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে রাজধানী ঢাকার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ২৭ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে।

বুধবার (৩১ ডিসেম্বর) বিজিবি সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মো: শরিফুল ইসলাম জানান এ তথ্য জানান।

শরিফুল ইসলাম বলেন, সার্বিক নিরাপত্তা জোরদার করতে এভারকেয়ার হাসপাতাল, জাতীয় সংসদ ভবন এলাকা ও জিয়া উদ্যানজুড়ে ২৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

খালেদা জিয়ার নামাজে জানাজা আজ বুধবার দুপুর ২টায় মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে এবং এরপর তার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে তাকে দাফন করা হবে।

খালেদা জিয়ার মৃত্যুতে দেশে বুধবার থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক এবং সাধারণ ছুটি পালিত হচ্ছে।

সূত্র : ইউএনবি