মানিক মিয়া এভিনিউতে ‘৩৬ জুলাই উদযাপন’ অনুষ্ঠান চলছে

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বিকেল ৫টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন।

নয়া দিগন্ত অনলাইন
সংগৃহীত

অন্তর্বর্তী সরকার ঘোষিত ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষ্যে ঢাকার মানিক মিয়া এভিনিউতে ‘৩৬ জুলাই উদযাপন’ অনুষ্ঠান শুরু হয়েছে।

মঙ্গলবার দুপুরে জামায়াতে ইসলামী ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সাইমুম শিল্পীগোষ্ঠীর গান পরিবেশনের মধ্য দিয়ে দিনের অনুষ্ঠান শুরু হয়েছে। এরপর জামায়াত ঘনিষ্ঠ আরেকটি সংগঠন ‘কলরব শিল্পীগোষ্ঠী’ গান পরিবেশন করে।

সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এই অনুষ্ঠানের আয়োজন করেছে।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বিকেল ৫টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন।

এ অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য দেশের বিভিন্ন জায়গা থেকে সরকারি উদ্যোগে লোকজন আনা হয়েছে। এর মধ্যে সরকারি খরচে কয়েকটি রেলও ভাড়া করা হয়েছে বলে বাংলাদেশের গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।