বিএনপির মনোনয়ন পাওয়া ১২ চিকিৎসককে ড্যাবের অভিনন্দন

‘আসন্ন নির্বাচনে ২৩৭ জনের মধ্যে ১২ জন চিকিৎসক মনোনয়ন পেয়েছেন। মনোনয়নপ্রাপ্ত দেশবরেন্য চিকিৎসকদের অভিনন্দন জানাচ্ছি।’

নয়া দিগন্ত অনলাইন
ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব)
ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) |সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১২ জন চিকিৎসককে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির মনোনয়ন পাওয়ায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ জানিয়েছেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি অধ্যাপক ডা: হারুন আল রশীদ ও মহাসচিব ডা: মো: জহিরুল ইসলাম শাকিল।

মঙ্গলবার (৪ নভেম্বর) এক বিবৃতিতে ড্যাব নেতৃদ্বয় বলেন, আসন্ন নির্বাচনে ২৩৭ জনের মধ্যে ১২ জন চিকিৎসক মনোনয়ন পেয়েছেন। মনোনয়নপ্রাপ্ত দেশবরেন্য চিকিৎসকদের অভিনন্দন জানাচ্ছি। এই ১২ জনসহ প্রত্যেকের নিজ নিজ আসনে বিএনপির মনোনীত প্রার্থীদের পক্ষে কাজ করে ধানের শীষকে বিজয়ী করার জন্য ড্যাবের সর্বস্তরের নেতাকর্মীদেরকে ড্যাব নেতৃদ্বয় আহ্বান জানিয়েছেন।

মনোনয়ন প্রাপ্ত ১২ জন চিকিৎসক হলেন অধ্যাপক ডা: এ জেড এম জাহিদ হোসেন (দিনাজপুর-৬), ডা: এ এস এম রফিকুল ইসলাম বাচ্চু (গাজীপুর-৩), ডা: আনোয়ারুল হক, (নেত্রকোনা-২), অধ্যাপক ডা: সৈয়দ মইনুল হাসান সাদিক, (গাইবান্ধা-৩), ডা: মো: মাহবুবুর রহমান লিটন (ময়মনসিংহ-৭), ডা: কে এম বাবর আলী (গোপালগঞ্জ-২), ডা: দেওয়ান মোহাম্মদ সালাহউদ্দিন (ঢাকা-১৯), ডা: সাখাওয়াত হোসেন জীবন (হবিগঞ্জ-২), ডা: খন্দকার জিয়াউল ইসলাম (গাইবান্ধা-১), ডা: সানসীলা জেবরীন প্রিয়াংকা (শেরপুর-১), ডা: ইকরামুল বারী টিপু (নওগাঁ-৪), ডা: এম এ মুহিত (সিরাজগঞ্জ-৬)। বিজ্ঞপ্তি