সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোস্তফা কামালের বিরুদ্ধে দুদকের চার্জশিট

আসামি কমিশনে দাখিলকৃত সম্পদ বিবরণীতে ৯১ লাখ ১৩ হাজার ৮১ টাকার সম্পদ অর্জনের তথ্য গোপন করে মিথ্যা তথ্য প্রদান করেন।

নয়া দিগন্ত অনলাইন
দুর্নীতি দমন কমিশন (দুদক)
দুর্নীতি দমন কমিশন (দুদক) |সংগৃহীত

সড়ক বিভাগ সিরাজগঞ্জের সাবেক নির্বাহী প্রকৌশলী ও বর্তমানে সড়ক ও জনপথ অধিদফতরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু হেনা মোস্তফা কামালের বিরুদ্ধে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আদালতে চার্জশিট দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুদক প্রধান কার্যালয়ে জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক মো: তানজির আহমেদ এ তথ্য জানান। কমিশনের সমন্বিত জেলা কার্যালয় পাবনা থেকে আদালতে এ চার্জশিট দাখিল করা হয়েছে।

চার্জশিটে উল্লেখ করা হয়, আসামি কমিশনে দাখিলকৃত সম্পদ বিবরণীতে ৯১ লাখ ১৩ হাজার ৮১ টাকার সম্পদ অর্জনের তথ্য গোপন করে মিথ্যা তথ্য প্রদান করেন।

এছাড়া তিনি তিন কোটি ৬৫ লাখ চার হাজার ৪৯৩ টাকার জ্ঞাত আয়ের সাথে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জন ও ভোগদখলে রাখেন।

দুদকের তদন্তে আরো উঠে আসে, আসামি ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অর্জিত ছয় কোটি ২০ লাখ টাকা অবৈধ আয়কে বৈধ করার অসৎ উদ্দেশ্যে প্রতারণা ও জাল-জালিয়াতির আশ্রয় নেন। তিনি এক ব্যক্তির নামে ইস্যু করা একটি টিআইএন ব্যবহার করে, তার মায়ের নামে ভুয়া আয়কর নথি তৈরি করেন এবং ভুয়া সম্পদ প্রদর্শন করেন।

পরবর্তী সময়ে ওই অর্থ নিজের আয়কর নথিতে দান হিসেবে দেখিয়ে স্ত্রীকে দান-প্রদান দেখানোর মাধ্যমে অবৈধ আয় স্থানান্তর, হস্তান্তর ও রূপান্তরের চেষ্টা করেন বলে অভিযোগে বলা হয়।

এ ঘটনায় তদন্ত শেষে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(২) ও ২৭(১), দণ্ডবিধির ৪২০/৪৬৭/৪৬৮/৪৭১ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ও মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় তার বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়। বাসস