ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি আবু সালেহ আকনসহ সাংবাদিকদের ওপর হামলাকারী শীর্ষ সন্ত্রাসী জাকিরকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের আল্টিমেটাম দিয়েছেন করাপশন প্রিভেনশন অ্যান্ড জার্নালি সোসাইটির চেয়ারম্যান মো: রেজাউল কবির রেজা।
শুক্রবার (২৩ মে) রাজধানীর মিরপুরে করাপশন প্রিভেনশন অ্যান্ড জার্নালি সোসাইটির উদ্যোগে এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আল্টিমেটাম দেন।
রেজাউল কবির রেজা বলেন, ‘আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করা না হলে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাও করা হবে।’
তিনি বলেন, ‘আগামী দিনে সাংবাদিকদের ওপর হামলা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে।’
রুপনগর প্রেসক্লাবের সভাপতি আসাদ হোসেনের সভাপতিত্বে এ মানববন্ধনে উপস্থিত ছিলেন দৈনিক ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা।