বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন আজ বলেছেন, পর্যটনের লক্ষ্য কেবল অর্থনৈতিক সমৃদ্ধি নয়। বরং নির্মলতা, নিরাপত্তা, পারিবারিক আনন্দ ও সামগ্রিকতার অনুভূতি ছড়িয়ে দেয়া। একইসাথে ভ্রমণ পরিবার, সমাজ ও রাষ্ট্রে সম্প্রীতি বাড়ায় এবং জীবনকে নতুনভাবে রূপান্তরিত করে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের পর্যটন ভবনে বিশ্ব পর্যটন দিবস-২০২৫ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, বিদেশী দূতাবাসের প্রতিনিধি, পর্যটন সংস্থার কর্মকর্তা, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা।
শেখ বশিরউদ্দীন বলেন, ‘পর্যটন মন্ত্রণালয় ইতোমধ্যে পর্যটকদের জন্য কোড অব কন্ডাক্ট তৈরি করেছে, যেখানে সংশ্লিষ্ট সব অংশীজনকে সম্পৃক্ত করা হয়েছে। এর মাধ্যমে নিরাপদ, সুষ্ঠু ও আনন্দময় ভ্রমণ নিশ্চিতের উদ্যোগ নেয়া হয়েছে।’
তিনি আরো বলেন, জাতীয় পর্যটন মহাপরিকল্পনায় নির্মল পরিবেশ, পারিবারিক আবহ এবং নিরাপদ ভ্রমণের প্রতিফলন ঘটবে। এই প্রক্রিয়ায় যুক্ত সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন উপদেষ্টা।
আজ সকালে বর্ণাঢ্য একটি র্যালির উদ্বোধন করেন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। র্যালিটি পর্যটন ভবন থেকে শুরু হয়ে নির্বাচন কমিশন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, সরকারি সঙ্গীত কলেজ এবং পাবলিক সার্ভিস কমিশন ঘুরে পর্যটন ভবনে ফিরে আসে।
দিবসটি উপলক্ষে সাইকেল র্যালি, শহর ভ্রমণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। বাসস