উজবেকিস্তানের তাসখন্দে বাংলাদেশ দূতাবাসে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
রাষ্ট্রদূত মোহাম্মদ মনিরুর ইসলামের সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নুরুস সালাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে সুরক্ষা সেবা বিভাগের উপসচিব নিলীমা আফরোজ উপস্থিত ছিলেন।
মঙ্গলবার ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে।
প্রধান অতিথি বক্তব্যে ই-পাসপোর্টের সুবিধাগুলোর ওপর আলোকপাত করে এ সেবা কার্যক্রমের অগ্রগতির বিষয়ে উপস্থিত সকলকে অবহিত করেন। ই-পাসপোর্ট চালুর মধ্য দিয়ে উজবেকিস্তানসহ পার্শ্ববর্তী দেশগুলোতে বসবাসরত বাংলাদেশী নাগরিকরা উপকৃত হবেন বলে তিনি আশা ব্যক্ত করেন।
বিশেষ অতিথির বক্তব্যে পাসপোর্ট সেবা কার্যক্রমকে আরো গতিশীল ও অর্থবহ করতে সরকারের বিভিন্ন উদ্যোগ ও পদক্ষেপ এর কথা তুলে ধরেন।
রাষ্ট্রদূত ইসলাম ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধনের দিনটিকে তাৎপর্যপূর্ণ উল্লেখ করে এর কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয় ও অধিদফতরের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। সরকারের প্রবাসীবান্ধব নীতি ও কার্যক্রমের বর্ণনা দিয়ে প্রবাসীদের কল্যাণ ও সুরক্ষা বিধানে তিনি সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে প্রবাসীদের গুরুত্বপূর্ণ অবদানের কথা উল্লেখ করে বৈষম্যহীন সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে আরো বলিষ্ঠ ভূমিকা রাখার জন্য তিনি প্রবাসী বাংলাদেশীদের প্রতি আহ্বান জানান।
উপস্থিত প্রবাসী বাংলাদেশীরা ই-পাসপোর্ট চালুর এ উদ্যোগের প্রশংসা করে সরকারের প্রতি তাদের কৃতজ্ঞতা ও সন্তোষ প্রকাশ করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দূতাবাসের প্রথম সচিব শুকলা বনিক।
সূত্র : বাসস