কোনো নাগরিক এবার ভোট না দিয়ে ফিরে যাবে না : আসিফ মাহমুদ

বাংলাদেশের মানুষ তিনটি নির্বাচনে ভোট দিতে পারেনি। এবার কোনো নাগরিককে তার ভোটধিকার প্রয়োগে বাধা দেয়া হলে আমরা প্রতিরোধ গড়ে তুলব।

নয়া দিগন্ত অনলাইন
এনসিপির নির্বাচনী পদযাত্রায় আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া
এনসিপির নির্বাচনী পদযাত্রায় আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া |বাসস

এবার দেশের কোনো নাগরিক ভোট না দিয়ে কেন্দ্র থেকে ফিরে যাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

আজ মঙ্গলবার দুপুরে নোয়াখালীর সেনবাগের সেবারহাটে এনসিপির নির্বাচনী পদযাত্রায় তিনি এই মন্তব্য করেন।

আসিফ মাহমুদ বলেন, বাংলাদেশের মানুষ তিনটি নির্বাচনে ভোট দিতে পারেনি। এবার কোনো নাগরিককে তার ভোটধিকার প্রয়োগে বাধা দেয়া হলে আমরা প্রতিরোধ গড়ে তুলব। দেশের কোনো নাগরিক এবার ভোট না দিয়ে কেন্দ্র থেকে ফিরে যাবে না।

তিনি বলেন, জাতীয়তাবাদের নামে ঋণ খেলাপি ও বিদেশী নাগরিকদের লাল কার্ড দেখানো হবে। আমরা দেখেছি জাতীয়তাবাদের রাজনীতি করা দলের প্রার্থীদের একটা বড় অংশ বিদেশী নাগরিক। তাদের মুখে জাতীয়তাবাদের কথা মানায় না।