রাজধানীর ধানমন্ডি-৩২ নম্বরে দু’টি বুলডোজার নিয়ে হাজির হয়েছেন বিক্ষুব্ধ মানুষ। কিন্তু পুলিশ তাদের প্রবেশে বাধা দিয়েছে।
তারা বলছে, দেশের প্রচলিত আইন অনুযায়ী এ ধরনের কাজ করতে দেয়ার সুযোগ নেই।
আজ সোমবার ঢাকা কলেজ এলাকা থেকে মিছিল নিয়ে রওনা হয়ে দুপুর ১২টার দিকে সেখানে পৌঁছান বিক্ষুদ্ধ জনতা।
এর আগে, ধানমন্ডির দিকে বুলডোজার নিয়ে যাওয়ার সময় সাথে থাকা ব্যক্তিদের পরিচয় জানতে চাইলে তারা জানান, বিভিন্ন ছাত্র সংগঠনের কর্মীরা এখানে আছেন।
উল্লেখ্য, জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে আজ রায় ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।



