কড়াইল বস্তির অগ্নিকাণ্ডের তদন্ত প্রতিবেদনের জন্য ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স থেকে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
তদন্ত কমিটির সভাপতি করা হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের উপপরিচালক মো: মামুনুর রশিদকে। সদস্য সচিব করা হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পিএফএম শাখার সহকারী পরিচাল কাজী নজমুজ্জামানকে। সদস্য করা হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ঢাকা জোন-২-এর উপসহকারী পরিচালক অতীশ চাকমা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন তেজগাঁও জোনের সিনিয়র স্টেশন অফিসার মো: নাজিম উদ্দিন সরকার ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ঢাকা–২৩-এর ওয়্যারহাউজ ইনচার্জ মো: সোহরাব হোসেনকে।
গতকাল মঙ্গলবারের ওই ভয়াবহ অগ্নিকাণ্ডে কোনো প্রাণহানি না ঘটলেও বস্তির অসংখ্য বাড়িঘর পুড়ে গেছে।



