ত্রয়োদশ সংসদ নির্বাচন : তৃতীয় দিনে আরো ১৩১ জনের আপিল

মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের তৃতীয় দিনসহ ইসিতে মোট ২৯৫টি আবেদন জমা পড়েছে।

বিশেষ সংবাদদাতা
নির্বাচন কমিশন
নির্বাচন কমিশন |নয়া দিগন্ত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র গ্রহণ ও বাতিল সংক্রান্ত রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে তৃতীয় দিনে নির্বাচন কমিশনে (ইসি) ১৩১টি আপিল আবেদন জমা পড়েছে। এ নিয়ে তিন দিনে মোট আপিল আবেদন দাঁড়িয়েছে ২৯৫টি।

বুধবার (৭ জানুয়ারি) আগারগাঁওস্থ নির্বাচন ভবনে তৃতীয় দিনের আপিল আবেদন গ্রহণ শেষে ইসির এ সংক্রান্ত কেন্দ্রীয় বুথ থেকে এ তথ্য জানানো হয়।

ইসি জানায়, মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের তৃতীয় দিনসহ ইসিতে মোট ২৯৫টি আবেদন জমা পড়েছে। মনোনয়নপত্র যাচাই-বাছাই করে ৭২৩ জনের প্রার্থিতা বাতিল করেছেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা। তাতে বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৮৪২ জন।