আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অংশগ্রহণমূলক, অবাধ ও সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে আগামী ২০ অক্টোবর আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সংলাপে বসবে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার (১৪ অক্টোবর) নির্বাচন ভবনে ইসি সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, ‘আগামী ২০ অক্টোবর পুলিশ ও সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর অন্যদের সাথে সংলাপ অনুষ্ঠিত হবে। বৈঠকটি ওই দিন সকাল সাড়ে ১০টায় শুরু হবে।’
ইসির চলমান সংলাপে বিগত কয়েক দিনে বিভিন্ন অংশীজনদের সাথে আলোচনা হচ্ছে সে ধারাবাহিকতায় সেনা, নৌ, বিমান বাহিনীসহ অন্যান্য বাহিনীর সাথে নির্বাচন কমিশনের আলোচনা হবে বলে জানান তিনি।
এ বিষয়ে এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, অংশগ্রহণমূলক এবং সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে ভোটকেন্দ্র ও নির্বাচনী এলাকার আইনশৃঙ্খলা রক্ষা এবং প্রাসঙ্গিক বিষয়ে মতবিনিময় ও প্রাক প্রস্তুতিমূলক সভা ২০ অক্টোবর সকাল সাড়ে ১০টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত হবে। প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে নির্বাচন কমিশনাররা উপস্থিত থাকবেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব, সেনাবাহিনী প্রধান, নৌবাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধান, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, মহাপুলিশ পরিদর্শক, বর্ডার গার্ড বাংলাদেশ/কোস্টগার্ড/আনসার ও ভিডিপি/ডিজিএফআই/এনএসআই/এনটিএমসি/র্যাব মহাপরিচালক এবং স্পেশাল ব্রাঞ্চ (এসবি)/সিআইডির অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শককে সভায় আমন্ত্রণ জানানো হয়েছে।
আখতার আহমেদ আরো বলেন, ‘নির্বাচনের জন্য প্রয়োজনীয় সব সরঞ্জাম কেনাকাটা প্রায় শেষ হয়েছে। পাশাপাশি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য অন্যান্য প্রস্তুতিও নেয়া হচ্ছে। এছাড়া বর্তমানে ১১টি দেশে প্রবাসীদের নিবন্ধন কার্যক্রম চালু আছে। আরো আটটি দেশে এই কার্যক্রম শুরুর প্রস্তুতি নেয়া হচ্ছে।’
স্থানীয় পর্যবেক্ষকদের নিবন্ধনের বিষয়ে আরো বেশি যাচাই-বাছাই করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘নিবন্ধন দেয়ার আগে স্থানীয় পর্যবেক্ষকদের সম্পর্কে আরো যাচাই-বাছাই করা হচ্ছে এবং পত্রিকার নিউজও আমলে নেয়া হচ্ছে।’ ইউএনবি