নেপালের মেরা পিক পর্বত জয় করলেন আবু রায়হান দোলন

বাংলাদেশ সিভিল সার্ভিসের সদস্য হিসেবে মো: আবু রায়হান দোলনই প্রথম ‘মেরা পিক’ জয় করেন।

নয়া দিগন্ত অনলাইন
হিমালয়ের উচ্চতম ট্রেকিং পর্বত ‘মেরা পিক’-এ আবু রায়হান দোলন
হিমালয়ের উচ্চতম ট্রেকিং পর্বত ‘মেরা পিক’-এ আবু রায়হান দোলন |নয়া দিগন্ত

প্রশাসন ক্যাডারের সিনিয়র সহকারী সচিব ও বিসিএস ৩০ ব্যাচের মো: আবু রায়হান দোলন সম্প্রতি হিমালয়ের উচ্চতম ট্রেকিং পর্বত ‘মেরা পিক’ জয় করেছেন।

গত ২৬ এপ্রিল নেপাল সময় সকাল ৭টা ২৮ মিনিটে পৃথিবীর উচ্চতম ট্রেকিং পর্বত হিমালয়ের মেরা পিকে (৬৪৬১ মিটার) সফলভাবে আরোহণ করেন এবং লাল সবুজের পতাকা উড়ান।

এর আগে, গত ২৩ এপ্রিল ১২ দিনের দীর্ঘ এ পথে তিনি এবং তার সঙ্গী লালন সিদ্দিকী কোনো গাইড এবং পোর্টারের সাহায্য ছাড়াই সর্বশেষ ক‍্যাম্প খারেতে (৫০০০ মিটার) পৌঁছান ।

এক্লিমেটাইজেশান এবং প্রয়োজনীয় প্রশিক্ষণ শেষে গত ২৫ এপ্রিল সকাল ৮টা ৫০ মিনিটে তারা হাইক‍্যাম্পের (৫৮০০ মিটার) উদ্দেশে রওনা হন এবং বিকেল ৩টা ২৫ মিনিটে পৌঁছানোর পর আবহাওয়া অনুকূলে থাকায় রাত ২টা ৪৫ মিনিটে হাইক‍্যাম্প থেকে সামিটের জন‍্য পুশ করেন এবং সকাল ৭টা ২৮ মিনিটে মেরা পিকে পৌঁছাতে সমর্থ হন।

উল্লেখ্য, আবু রায়হান দোলন বর্তমানে সিনিয়র সহকারী সচিব হিসেবে পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রশাসন বিভাগে দায়িত্বরত আছেন।

দোলন এর আগে স্বাস্থ্যসেবা বিভাগ, চট্টগ্রাম জেলার অতিরিক্ত জেলা প্রশাসক এবং গাইবান্ধার ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

বাংলাদেশ সিভিল সার্ভিসের সদস্য হিসেবে তিনিই প্রথম মেরা পিক জয় করেন।