অজ্ঞাত প্যাকেটের ঘটনায় সাবেক ব্যাংক ম্যানেজার আটক, স্ত্রী মুক্ত

এই প্যাকেটের বিষয়ে তারা সম্পূর্ণ অজ্ঞ ছিলেন এবং এটি অর্ডারও করেননি বলে জানান।

বিশেষ সংবাদদাতা
খিলগাঁও থানা
খিলগাঁও থানা |ইন্টারনেট

রাজধানীর খিলগাঁওয়ের চৌধুরীপাড়া এলাকা থেকে এক সাবেক ব্যাংক ম্যানেজারকে একটি রহস্যজনক প্যাকেটের ঘটনায় আটক করা হয়েছে। আটককৃত গোলাম আরিফ কোরেশী হিরা (৭০) অবসরপ্রাপ্ত ব্যাংক ম্যানেজার। তার স্ত্রী খাদিজা বেগম (পপি) গৃহিণী, যাকে পরে মুক্তি দেয়া হয়েছে।

জানা গেছে, আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে তালতলা খিলগাঁও এলাকার একটি গার্মেন্টস দোকানের মালিক পুলিশ নিয়ে এসে কোরেশীর বাসায় একটি প্যাকেট সরবরাহ করেন।

প্যাকেটটি খুললে দেখা যায়, এতে রয়েছে বিভিন্ন গেঞ্জি ও শার্ট, যার ওপর লেখা রয়েছে রাজনৈতিক স্লোগান, যেমন- ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’, ‘জয় হাসিনা’।

কোরেশী ও তার স্ত্রী জানান, তারা এই প্যাকেটের বিষয়ে সম্পূর্ণ অজ্ঞ ছিলেন এবং তারা এটি অর্ডারও করেননি। তাদের নামে একজন তৃতীয় ব্যক্তি দিয়েছেন বলে জানা গেছে, যিনি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন বলেও একটি সূত্রে জানা যায়।

তাদের বার বার অস্বীকৃতি এবং নির্দোষ দাবি সত্ত্বেও পুলিশ তাদের খিলগাঁও তালতলা থানায় নিয়ে যায়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেনের অধীনে তারা কিছু সময় হেফাজতে ছিলেন। পরে খাদিজা বেগমকে মুক্তি দেয়া হয়। তবে গোলাম আরিফ কোরেশী এখনো থানায় রয়েছেন।

এ ব্যাপারে খিলগাঁও থানার ওসি দাউদ হোসেন নয়া দিগন্তকে জানান, একটি সংঘবদ্ধ চক্র আওয়ামী লীগের জয়বাংলা সংবলিত ক্যাপ ও পোশাকসহ একটি পার্সেলের মাধ্যমে গোলাম আরিফ কোরেশীকে পাঠানো হয়। পুলিশ গোপন সূত্রের মাধ্যমে প্রেসের মালিক, সরবরাহকারী ও পার্সেল গ্রহণকারীকে আটক করা হয়। তারা হলেন এবিএম মকবুল আহমেদ খোকন (৭০), গোলাম আরিফ কোরেশী হীরা (৬৭) ও মো: বাচ্চু মিয়া (৫৭)।

তিনি বলেন, আরিফ কোরেশীর স্ত্রীকেও থানায় নেয়া হয়েছিল। তার সম্পৃক্ততা না থাকায় তাকে ছেড়ে দেয়া হয়েছে।

ওসি বলেন, তার এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করার প্রস্তুতি নিয়েছিল।