মিয়ানমারে ভূমিকম্প

ক্ষতিগ্রস্ত মিয়ানমারে ত্রাণ ও মানবিক সহায়তা হস্তান্তর করেছে বাংলাদেশ নৌবাহিনী

মিয়ানমারে জরুরি ত্রাণ, চিকিৎসা-সামগ্রী ও মানবিক সহায়তা পৌঁছে দিয়েছে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘বানৌজা সমুদ্র অভিযান’।

নিজস্ব প্রতিবেদক
মিয়ানমারে ত্রাণ ও মানবিক সহায়তা হস্তান্তর করেছে নৌবাহিনী
মিয়ানমারে ত্রাণ ও মানবিক সহায়তা হস্তান্তর করেছে নৌবাহিনী |নয়া দিগন্ত

বিধ্বংসী ভূমিকম্পের আঘাতে ক্ষতিগ্রস্ত মিয়ানমারে জরুরি ত্রাণ, চিকিৎসা-সামগ্রী ও মানবিক সহায়তা পৌঁছে দিয়েছে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘বানৌজা সমুদ্র অভিযান’।

শনিবার (১২ এপ্রিল) বাংলাদেশের পক্ষ থেকে মিয়ানমারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ইয়াঙ্গুন অঞ্চলের মুখ্যমন্ত্রীর কাছে আনুষ্ঠানিকভাবে প্রায় ১২০ টন ত্রাণ ও মানবিক সহায়তা হস্তান্তর করেন। এ সময় অন্যদের মধ্যে ইয়াঙ্গুনস্থ বাংলাদেশের ডিফেন্স অ্যাটাশে, কূটনৈতিক, বানৌজা সমুদ্র অভিযানের অধিনায়কসহ সংশ্লিষ্ট সামরিক ও অসামরিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অন্যদিকে মিয়ানমারের প্রতিনিধি দলে আরো উপস্থিত ছিলেন কমান্ডার ইয়াঙ্গুন কমান্ড, কমান্ডার মিয়ানমার নেভাল ট্রেনিং কমান্ড ও কমান্ডার ১ নম্বর ফ্লিট।

সাম্প্রতিক ভূমিকম্পে মিয়ানমারের ক্ষতিগ্রস্ত জনগণের দুর্দশা লাঘবে তৃতীয় ধাপে বাংলাদেশ এ সকল ত্রাণসামগ্রী মিয়ানমারে প্রেরণ করে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার নির্দেশনায় ও সশস্ত্র বাহিনীর পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ নৌবাহিনী খাদ্যসামগ্রী, বিশুদ্ধ পানি, বস্ত্রসামগ্রী, কম্বল, তাবু, জরুরি চিকিৎসা-সামগ্রী ও ঔষধসহ প্রায় ১২০ টন ত্রাণ মিয়ানমারের কাছে হস্তান্তর করে।

প্রাকৃতিক দুর্যোগে মিয়ানমারের পাশে দাঁড়িয়ে বাংলাদেশ সরকার তথা সশস্ত্র বাহিনী প্রতিবেশী রাষ্ট্রের প্রতি মানবিক সহযোগিতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। বাংলাদেশ তিন ধাপে মোট ১৫১ টন ত্রাণ ও মানবিক সহায়তা, উদ্ধার ও চিকিৎসক দল মিয়ানমারে প্রেরণ করে।