রাজধানীর উত্তরায় জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা আরমান আহমেদ শাফিনের (২৫) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১ নভেম্বর) দুপুরে উত্তরা ৮ নম্বর সেক্টর সংলগ্ন-দক্ষিণখানের আদম আলী মার্কেট এলাকার গলায় ফাঁস লাগানো অবস্থায় বাসার সিলিং ফ্যানের সাথে ঝোলানো আরমানের লাশ উদ্ধার করা হয়। তবে এ সময় তার হাঁটু বিছানার সাথে লাগানো থাকায় প্রত্যক্ষদর্শীরা এটি ‘আত্মহত্যা’ কি না তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন।
জানা যায়, আরমান আহমেদ শাফিন উত্তরা সরকারি কলেজের সাবেক ছাত্র। উত্তরায় জুলাই আন্দোলন চলাকালে নেতৃত্বে ছিলেন তিনি। ‘জুলাই যোদ্ধা সংসদ‘ নামক একটি সংগঠনের আহ্বায়কও ছিলেন তিনি।
এ বিষয়ে দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাইফুর রহমান মির্জা বলেন, ‘লাশ ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। তবে হত্যা না অন্যকিছু পোস্টমর্টেম রিপোর্ট এলে জানা যাবে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।’
তিনি জানান, নিহত সাফিন ৮ নম্বর রেলগেট এলাকায় বাবা-মায়ের সাথে থাকতেন। কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার গরবশোরিয়া এলাকার স্বপন মিয়ার ছেলে তিনি। বাসস



