হজ যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষার সময় বাড়লো

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ-১ শাখার উপ-সচিব মোহাম্মদ সফিউজ্জামান ভুইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
হজ
হজ |ইন্টারনেট

২০২৬ সালের হজ যাত্রীদের নির্ধারিত স্বাস্থ্য পরীক্ষার সময় আগামী ৫ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে।

সম্প্রতি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ-১ শাখার উপ-সচিব মোহাম্মদ সফিউজ্জামান ভুইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, উপযুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে ২০২৬ সালের হজ যাত্রীদের সরকারি হাসপাতাল থেকে হজের নির্ধারিত স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করার সময় আগামী ৫ ফেব্রুয়ারি, ২০২৬ তারিখ পর্যন্ত বর্ধিত করা হলো।

যেকোনো তথ্যের জন্য হজের কল সেন্টার ১৬১৩৬ নম্বরে যোগাযোগ করা যেতে পারে।

যথাযথ কর্তৃপক্ষের নির্দেশক্রমে এ বিজ্ঞপ্তি জারি করা হলো।

সূত্র : বাসস