পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সব অনুষ্ঠান ও প্রদর্শনী স্থগিত করেছে বাংলাদেশ শিল্পকলা অ্যাকাডেমি। রাষ্ট্রীয় শোক দিবস ও অনিবার্য কারণবশত এ নির্দেশনা দেয়া হয়।
শুক্রবার শিল্পকলা অ্যাকাডেমির ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।
পোস্টে বলা হয়, ‘অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে দেয়া ভাষণে শহীদ শরিফ ওসমান বিন হাদির মৃত্যুতে শনিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন। রাষ্ট্রীয় শোক দিবস ও অনিবার্য কারণবশত বাংলাদেশ শিল্পকলা অ্যাকাডেমির সকল অনুষ্ঠান ও প্রদর্শনী ১৯ ডিসেম্বর থেকে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে।’
এদিকে অ্যাকাডেমির উপ-পরিচালক (প্রশাসন) পূর্ণলাক্ষ চাকমা স্বাক্ষরিত স্মারকপত্রেও বিষয়টি নির্দেশক্রমে জানানো হয়।



