এমআরটি’র 'মিডিয়া মিশন'

দক্ষ ও পেশাদার সাংবাদিক তৈরিতে বিশেষ প্রশিক্ষণ কোর্স

সাংবাদিকতায় আগ্রহী তরুণদের জন্য এমআরটি’র এই কোর্সটি তত্ত্বীয় ও ব্যবহারিক জ্ঞানের এক অনবদ্য সমন্বয়। মোট ১২৮টি ক্লাসের মধ্যে ২৫টিই ব্যবহারিক ক্লাস রাখা হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
'মিডিয়া মিশন'-এর প্রচারপত্র
'মিডিয়া মিশন'-এর প্রচারপত্র |নয়া দিগন্ত গ্রাফিক্স

দীর্ঘ তেরো বছরের বিরতির পর নতুন উদ্যমে যাত্রা শুরু করেছে দৈনিক নয়া দিগন্তের সহযোগী গবেষণা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান ‘সেন্টার ফর মিডিয়া রিসার্চ অ্যান্ড ট্রেনিং (এমআরটি)’। দেশের গণমাধ্যম অঙ্গনে দক্ষ, সৎ এবং পেশাদার সাংবাদিকের চাহিদা পূরণের লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠানটি আয়োজন করেছে চার মাসব্যাপী একটি বিশেষ প্রশিক্ষণ কোর্স – 'মিডিয়া মিশন'।

মিডিয়া রিসার্চ অ্যান্ড ট্রেইনিং (এমআরটি) ২০০৯ সালে গণমাধ্যম নিয়ে গবেষণা পরিচালনা এবং প্রশিক্ষণ প্রদানের মহৎ উদ্দেশ্যে যাত্রা শুরু করে। তবে স্বৈরশাসিত তৎকালীন দেশের প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতির কারণে ২০১২ সালে এর কার্যক্রম স্থগিত করতে বাধ্য হয়। প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য, বাংলাদেশের প্রেক্ষাপটে সক্ষম, দায়িত্বশীল ও মেধাবী গণমাধ্যম কর্মী তৈরি করা, যারা দেশের মানুষের বিশ্বাস ও আদর্শের প্রতিফলন ঘটাতে সক্ষম হবেন।

অনেক পর্যবেক্ষকের মতে, বাংলাদেশে সাংবাদিকতা এখনও দেশ ও মানুষের চেতনা উন্মেষের ক্ষেত্রে কাঙ্খিত ভূমিকা রাখতে পারছে না। যোগ্য সংবাদকর্মীর অভাব এবং মানসম্মত প্রশিক্ষণের অপ্রতুলতা এর অন্যতম কারণ। এই শূন্যতা পূরণের দৃঢ় প্রত্যয় নিয়েই এমআরটি নতুন আঙ্গিকে ফিরে এসেছে। '৩৬ জুলাই' বিপ্লবের পর সৃষ্ট স্বাধীন ও অনুকূল পরিবেশে প্রতিষ্ঠানটি আবারও পূর্ণগতিতে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে।

সাংবাদিকতায় আগ্রহী তরুণদের জন্য এমআরটি’র এই চার মাসের কোর্সটি তত্ত্বীয় ও ব্যবহারিক জ্ঞানের এক অনবদ্য সমন্বয়।

মোট ১২৮টি ক্লাসের মধ্যে ২৫টিই ব্যবহারিক ক্লাস রাখা হয়েছে। সপ্তাহে দুইদিন অর্থাৎ প্রতি শুক্র এবং শনিবার চার ঘণ্টা করে ক্লাস নেওয়া হবে। চলতি মাসের ১৬ তারিখে মিডিয়া মিশন যাত্রা শুরু করবে।

সীমিত আসন সংখ্যার এই কোর্সে নিবন্ধিত হওয়ার শেষ তারিখ ১৪ এপ্রিল। চার মাসের কোর্সের জন্য ১০ হাজার টাকা কোর্স ফি নির্ধারণ করা হয়েছে।

মিডিয়া মিশনের পাঠ্যধারার মধ্যে অন্যান্য বিষয়সহ রয়েছে, বেসিক জার্নালিজম, মোজো (মোবাইল জার্নালিজম), টেলিভিশন জার্নালিজম, নিউজ প্রেজেন্টেশন, অনলাইন ও ডিজিটাল জার্নালিজম, এসইও, ভিডিও জার্নালিজম, ভিডিও এডিটিং এবং ফ্যাক্ট চেক।

বিভিন্ন বিষয়ে দেশবরেণ্য ও প্রথম সারির বিশেষজ্ঞরা রিসোর্স পার্সন হিসেবে থাকবেন। মিডিয়া মিশনের প্রশিক্ষণে ব্যবহারিক ক্লাস ও হাতে-কলমে শিক্ষার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

যারা সাংবাদিকতাকে পেশা হিসেবে নিতে আগ্রহী এবং নিজেদেরকে দক্ষ ও যোগ্য করে তুলতে চান, তাদের জন্য এমআরটি'র 'মিডিয়া মিশন' একটি সুবর্ণ সুযোগ।

ভর্তির জন্য যোগাযোগে ফোন: ০১৭৭৯ ৭২৯০৩১, ইমেইল: [email protected], ঠিকানা: ১ আর. কে. মিশন রোড (মানিক মিয়া ফাউন্ডেশন ভবন), লেবেল-৪, ইত্তেফাক মোড়, মতিঝিল, ঢাকা-১২০।

রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ গণমাধ্যমকে শক্তিশালী করতে এবং একটি পেশাদার ও পরিশুদ্ধ সাংবাদিক সমাজ গঠনে এমআরটি বদ্ধপরিকর। মিডিয়া মিশনের এই যাত্রায় অংশ নিয়ে নিজেকে আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেকে প্রস্তুত করুন।