যৌথ নদী কমিশনের বাংলাদেশ পক্ষের কমিটি গঠন

এ সময় যৌথ নদী কমিশনের সদস্য প্রকৌশলী মো: আনোয়ার কাদির কমিশনকে বিধি মোতাবেক বিভিন্ন বিষয়সহ ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কেও অবহিত করেন।

নয়া দিগন্ত অনলাইন
যৌথ নদী কমিশনের বাংলাদেশ পক্ষের কমিটি পুনর্গঠন
যৌথ নদী কমিশনের বাংলাদেশ পক্ষের কমিটি পুনর্গঠন |সংগৃহীত

যৌথ নদী কমিশনের পক্ষের পুনর্গঠিত কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫ জানুয়ারি) রাজধানীর গ্রীন রোডে অবস্থিত পানি ভবনে কমিশনের চেয়ারম্যান ও পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সভাপতিত্বে এ সভা হয়।

এ সময় যৌথ নদী কমিশনের সদস্য প্রকৌশলী মো: আনোয়ার কাদির কমিশনকে বিধি মোতাবেক বিভিন্ন বিষয়সহ ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কেও অবহিত করেন।

পূনর্গঠিত কমিটির সদস্যরা হলেন– কমিশনের চেয়ারম্যান তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, পানিসম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান; সদস্যরা হলেন– পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া অনুবিভাগের মহাপরিচালক, যৌথ নদী কমিশনের প্রকৌশলী, বুয়েটের পানিসম্পদ কৌশল বিভাগের প্রকৌশলী অধ্যাপক ড. মো: আতাউর রহমান, সরকারের সাবেক সচিব ও বাংলাদেশ ইনস্টিটিউট অব গভর্নেস অ্যান্ড ম্যানেজমেন্ট (বিআইজিএম) এর খণ্ডকালীন অনুষদ বিশেষজ্ঞ ড. মাহফুজুল হক এবং সাবেক রাষ্ট্রদূত মেহ্দী হাসান। বাসস