নির্বাচন বানচালের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার

জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন কোনোভাবেই বিঘ্নিত না হয়, সেজন্য সর্বোচ্চ গুরুত্ব দেয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক
আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো: জাহাঙ্গীর আলম চৌধুরী
আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো: জাহাঙ্গীর আলম চৌধুরী |নয়া দিগন্ত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বানচালের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো: জাহাঙ্গীর আলম চৌধুরী।

আজ সোমবার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা এই হুঁশিয়ারি দেন।

তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন কোনোভাবেই বিঘ্নিত না হয়, সেজন্য সর্বোচ্চ গুরুত্ব দেয়া হয়েছে। কেউ নির্বাচন বানচালের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

এছাড়া রাস্তাঘাট বন্ধ করে জনদুর্ভোগ সৃষ্টি না করা, সাইবার অপরাধ রোধে ব্যবস্থা নেয়া, রাজনৈতিক দলে যেন ফ্যাসিস্টের দোসরদের অনুপ্রবেশ না ঘটে, সে বিষয়ে সতর্ক থাকতে সংশ্লিষ্টদের পরামর্শ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

ব্রিফিংয়ে শহীদ শরিফ ওসমান হাদি হত্যা মামলার বিষয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, জুলাই গণঅভ্যুত্থানের প্রথম সারির যোদ্ধা শরিফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। এই হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিতকরণে সরকার বদ্ধপরিকর।