ডিএসসিসি’র ৩,৮৪১ কোটি টাকার বাজেট ঘোষণা

গত ২০২৪-২০২৫ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছিল ছয় হাজার ৭৬০ দশমিক ৭৪ কোটি টাকার। পরবর্তী সময়ে সংশোধিত বাজেট ছিল দু’ হাজার ৬৬৭ দশমিক ৫৯ টাকা।

নয়া দিগন্ত অনলাইন
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) |সংগৃহীত

২০২৫-২৬ অর্থবছরের জন্য তিন হাজার ৮৪১ কোটি ৩৮ লাখ টাকার বাজেট ঘোষণা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

বুধবার (৬ আগস্ট) নগর ভবনের মিলনায়তনে ডিএসসিসি’র প্রশাসক মো: শাহজাহান মিয়া এ বাজেট ঘোষণা করেন।

বাজেটে মোট রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এক হাজার ৩২০ কোটি ৪৩ লাখ টাকা। পরিচালন ব্যয় ধরা হয়েছে ৬৩৫ কোটি ৩৩ লাখ টাকা, ডিএসসিসি’র নিজস্ব অর্থায়নে উন্নয়ন ব্যয় ৮৭৬ কোটি ৬৪ লাখ টাকা এবং মোট উন্নয়ন ব্যয় (সরকারি ও বৈদেশিক সহায়তাসহ) এক হাজার ৪৬৯ কোটি ২৪ লাখ টাকা।

বাজেটে সড়ক ও ট্রাফিক অবকাঠামো খাতে ৩৬৫ কোটি ১১ লাখ, খাল উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসন খাতে ১১৫ কোটি, বর্জ্য ব্যবস্থাপনা খাতে ৫৭ কোটি ২০ লাখ, মশক নিয়ন্ত্রণ ও স্বাস্থ্য খাতে ৫৭ কোটি ৪৪ লাখ, বৃক্ষরোপণ ও পরিবেশ উন্নয়ন খাতে পাঁচ কোটি ২৬ লাখ এবং কল্যাণমূলক খাতে ১৩ কোটি ৩৯ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।

এর আগে, গত ২০২৪-২০২৫ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছিল ছয় হাজার ৭৬০ দশমিক ৭৪ কোটি টাকার। পরবর্তী সময়ে সংশোধিত বাজেট ছিল দু’ হাজার ৬৬৭ দশমিক ৫৯ টাকা।

ডিএসসিসি প্রশাসক মো: শাহজাহান মিয়া বাজেট সফলভাবে বাস্তবায়নে অংশীজনদের সহযোগিতা কামনা করে বলেন, ‘ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বাজেট কেবল গাণিতিক সংখ্যা নয়, এটি সম্মানিত কর দাতাদের আমানত।’

তিনি আরো বলেন, ‘উচ্চাভিলাষী বড় অঙ্কের বাজেটের পরিবর্তে বাস্তবায়নযোগ্য যৌক্তিক বাজেট প্রণয়ন করা হয়েছে এবং কর বৃদ্ধি না করে অপ্রয়োজনীয় ব্যয় সংকোচন করা হয়েছে।’

অনুষ্ঠানে ডিএসসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা মো: জহিরুল ইসলাম ও সচিব মুহাম্মদ শফিকুল ইসলামসহ বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন। বাসস