নতুন বছরের প্রথম উপদেষ্টা পরিষদের বৈঠকে জাতীয় নগরনীতি ২০২৫ অনুমোদন পেয়েছে।
আজ বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, জাতীয় নগরনীতি ২০২৫-এর খসড়া অনুমোদন দেয়া হয়েছে।
প্রেস সচিব বলেন, দেশের শ্রম আইনের (লেবার অ্যাক্ট) কিছু বিষয়ে অভিযোগ ও আপত্তি পুনঃমূল্যায়নের জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। কমিটি দ্রুত আইনটি পর্যালোচনা করে কোনো অসঙ্গতি থাকলে সে বিষয়ে প্রতিবেদন ক্যাবিনেটে উপস্থাপন করবে।
তিনি জানান, হজ ব্যবস্থাপনাকে আরো স্বচ্ছ ও ঝামেলামুক্ত করতে সরকারি ব্যবস্থাপনায় পাওয়া ইতিবাচক প্রতিক্রিয়ার আলোকে কিছু নতুন উদ্যোগ নেয়া হবে।
শফিকুল আলম বলেন, দেশের ডেটা ব্যবস্থাপনা ও এনআইডি সংক্রান্ত কোনো কার্যক্রম যেন নির্বাচন প্রক্রিয়ায় বিঘ্ন সৃষ্টি না করে, সে বিষয়টি নিশ্চিত করা হচ্ছে। এ লক্ষ্যে পূর্বে প্রস্তাবিত নতুন অধ্যাদেশগুলো রোহিতকরণ করা হয়েছে, যাতে নির্বাচন প্রক্রিয়া নির্বিঘ্ন ও সুশৃঙ্খল থাকে।
সূত্র : বাসস



