জনগণ নির্বাচনের বিষয়ে আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
তিনি বলেন, ‘আওয়ামী লীগ দীর্ঘ দিন ধরে স্বাধীনতা বিরোধীদের কথা বলে জনগণের মৌলিক অধিকার হরণ করেছে। এর ফলে জনগণ নির্বাচনের বিষয়ে তাদের প্রত্যাখ্যান করেছে।’
শুক্রবার (২ জানুয়ারি) সকালে মাগুরা শহরের নতুন বাজার এলাকায় চঞ্চল গোসাইয়ের আশ্রম পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
শফিকুল আলম বলেন, ‘আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে দেশে ও আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপক আগ্রহ রয়েছে। জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শান্তিপূর্ণ পরিবেশে একটি গ্রহণযোগ্য ও ভালো নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মাধ্যমে জনগণ পূর্ণাঙ্গভাবে গণতন্ত্র পুনরুদ্ধার করবে।’
তিনি অভিযোগ করে বলেন, ‘আওয়ামী লীগই বাংলাদেশে ফ্যাসিবাদের জন্ম দিয়েছে।’
ভারতে পালিয়ে থাকা অপরাধীদের ফেরত আনার বিষয়ে তিনি বলেন, এ বিষয়ে ভারত সরকারকে চিঠি পাঠানো হয়েছে। কিছুটা সময় লাগলেও অপরাধীদের ফেরত আনা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় শফিকুল আলম ওই আশ্রমের সবার খোঁজখবর নেন এবং উপস্থিত সকলের সাথে কুশলবিনিময় করেন। বাসস



