আমরা শতাব্দীর ভালো নির্বাচন চাই : ইসি সচিব

ইসি সচিব আখতার আহমেদ বলেছেন, সবাই শতাব্দীর সেরা নির্বাচন চাই; ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট একে অপরের পরিপূরক বলে তিনি উল্লেখ করেন।

নয়া দিগন্ত অনলাইন
জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মসূচিতে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।
জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মসূচিতে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। |সংগৃহীত

আমরা নির্বাচনের জোয়ারে আছি বলে উল্লেখ করে নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, সবাই শতাব্দীর ভালো নির্বাচন চাই।

বুধবার (৩ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) ত্রয়োদশ জাতীয় সংসদ উপলক্ষে সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মসূচিতে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ইটিআই মহাপরিচালক মেহাম্মদ হাসানুজ্জামানের সভাপতিত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

ইসি সচিব বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একটি আরেকটির পরিপূরক। গণভোটে চারটি প্রশ্ন থাকলেও ভোটারদের কেবল একটি উত্তর দেওয়ার বিষয়টি নিয়ে অনেকের মনে প্রশ্ন আছে। কিন্তু উপদেষ্টা পরিষদের আলোচনায় বলা হচ্ছিল, রাজনৈতিক দলের প্রচারণায় বিশটা ইশতেহার (ম্যানিফেস্টো) থাকে। ইশতেহারগুলোতে সবাই একমত হয় না, তবে সার্বিকভাবে দেখে। গণভোটের ব্যাপারটাও তেমনি। পুরো প্যাকেজ দেখে ভোট দিতে হবে।

এ সময় নির্বাচন কমিশনার মোহাম্মদ সানাউল্লাহ ভোটের দিন গণমাধ্যমের অবাধ চলাচল নিশ্চিত করার আশ্বাস দেন।