বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সারাজীবন সংগ্রাম করেছি একটি স্বাধীন, সার্বভৌম, গণতান্ত্রিক বাংলাদেশ দেখব বলে, আজকে যে বাংলাদেশ দেখছি, এমন বাংলাদেশের স্বপ্ন কোনো দিন আমি দেখিনি।
আজ সোমবার রাজধানীর একটি হোটেলে সম্পাদক পরিষদের একটি প্রতিবাদ সভায় তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, জুলাই যুদ্ধ ছিল এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার বিপ্লব। সব গণতান্ত্রিক শক্তিকে এ সময়ে এক হওয়ার আহবান জানান তিনি।
বিএনপি মহাসচিব বলেন, যারা আমরা স্বাধীন ও স্বপ্নের বাংলাদেশ দেখতে চাই, শুধু সহযোগিতা করলেই হবে না, রুখে দাঁড়াতে হবে। সবাই ঐক্যবদ্ধ হোন, এই অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।



