প্রবাসীদের পোস্টাল ভোটিং অ্যাপস’র উদ্বোধন মঙ্গলবার

‘নির্বাচনের অন্তত ১৭ দিন আগে পোস্টাল ভোট পাঠিয়ে দিতে হবে। না হলে নির্বাচনের পরে ভোট পৌঁছাতে পারে। সেক্ষেত্রে ভোটটি নেয়া যাবে না।’

বিশেষ সংবাদদাতা
‘পোস্টাল ভোট বিডি’
‘পোস্টাল ভোট বিডি’ |সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসে অবস্থানরত বাংলাদেশী ভোটার, নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যক্তিরাসহ পোস্টাল ব্যালটে ভোটাদান পদ্ধতির অ্যাপস’র মঙ্গলবার (১৮ নভেম্বর) আনুষ্ঠানিক উদ্বোধন হতে যাচ্ছে।

এদিন সন্ধ্যায় নির্বাচন ভবনের অডিটোরিয়ামে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন এ মোবাইল অ্যাপস ‘পোস্টাল ভোট বিডি’ উদ্বোধন করবেন।

ইসি জানায়, প্রবাসীরা ছাড়াও আগামী নির্বাচনে নিজ ভোটার এলাকার বাইরে কর্মরত সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা ভোটাররা আইটি-সাপোর্টেড পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করবেন। তারাও ওই পদ্ধতিতে নিবন্ধনের মাধ্যমে ভোট প্রদান করতে পারবেন।

‎সংলাপে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) আবুল ফজল মো: সানাউল্লাহ বলেন, ‘১৮ নভেম্বর পোস্টাল ব্যালটে ভোটদানের জন্য অ্যাপ চালু হবে। এরপর অনলাইনে যে ফর্মটা পাওয়া যাবে। সেটা ডাউনলোড করে পূরণ করতে হবে। নির্বাচনের তিন সপ্তাহ আগে প্রার্থীর তালিকা হয়ে যাবে। এরপর ভোট দিয়ে নিকটস্থ পোস্ট বক্সে ড্রপ করতে হবে।’

তিনি বলেন, ‘নির্বাচনের অন্তত ১৭ দিন আগে পোস্টাল ভোট পাঠিয়ে দিতে হবে। না হলে নির্বাচনের পরে ভোট পৌঁছাতে পারে। সেক্ষেত্রে ভোটটি নেয়া যাবে না।’

তিনি বলেন, ‘আমাদের প্রবাসী বাংলাদেশী যদি এক কোটি ৪০ লাখ থাকেন তাহলে তা আমাদের জনসংখ্যার সাত থেকে আট ভাগ হবে।’

তিনি আরো বলেন, ‘অন্যান্য দেশের তুলনায় আমাদের প্রত্যশা আমাদের প্রবাসী ভোটের সংখ্যা বেশি হবে।’

তিনি রাজনৈতিক দলগুলোকে প্রবাসী ভোটারদের নিবন্ধন করতে উৎসাহিত করার অনুরোধ জানান।