‘বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটে বোমা রয়েছে, উড়াল দিলেও তা বিস্ফোরিত হবে’, অজ্ঞাত স্থান থেকে এমন ফোনো হুমকির পর কাঠমান্ডুগামী একটি ফ্লাইটের যাত্রা বাতিল করা হয়েছে।
শুক্রবার (১১ জুলাই) বিকেল ৪টা ৪৫ মিনিটে বিমানের ঢাকা-কাঠমান্ডু ফ্লাইটে এ ঘটনা ঘটেছে।
জানা যায়, ফ্লাইট যখন ট্যাক্সিতে, তখন অজ্ঞাতনামা একটি সূত্র থেকে এই বোমা থাকার হুমকি আসে। এরপরই বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা সর্বোচ্চ সতর্কতায় নেয়া হয়।
এ ঘটনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক (জিএম) এ বি এম রওশন কবীর গণমাধ্যমকে জানান, একটি অচেনা নম্বর থেকে ফোনকলের মাধ্যমে জানানো হয়, বিমানের ফ্লাইটে বোমা রয়েছে। সে সময় ফ্লাইটটি উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছিল। যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে তাৎক্ষণিকভাবে সবাইকে উড়োজাহাজ থেকে নামিয়ে আনা হয়েছে।
বিষয়টি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির লক্ষ্যে কি না, তা বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) গুরুত্বের সাথে দেখছে বলেও জানান তিনি।
বিমানবন্দর সূত্র জানায়, বোমা হুমকির খবর পাওয়ার সাথে সাথেই উড়োজাহাজে থাকা সব যাত্রীকে নিরাপদে সরিয়ে নেয়া হয়। পরে বিমানবন্দরের বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উড়োজাহাজে তল্লাশি শুরু করে। যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও কারো কোনো ক্ষতি হয়নি। নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত ফ্লাইট স্থগিত রাখা হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে বিমানবন্দরের নিরাপত্তা ইউনিট, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং অন্যান্য সংস্থাও ঘটনাস্থলে রয়েছে।