সিইসির সাথে জামায়াতের বৈঠক চলছে

নির্বাচনের সার্বিক পরিস্থিতি, লেভেল প্লেয়িং ফিল্ড, আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে বৈঠকে আলোচনা হবে। এর আগে, জামায়াতের পক্ষ থেকে বেশ কিছু প্রস্তাব দেয়া হয়েছিল, সেগুলোর অগ্রগতি নিয়েও আলোচনা হবে।

বিশেষ সংবাদদাতা
সিইসির সাথে জামায়াতের বৈঠক চলছে
সিইসির সাথে জামায়াতের বৈঠক চলছে |ইন্টারনেট

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি ডা: সৈয়দ আব্দুল্লাহ মো: তাহেরের নেতৃত্বে ছয় সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধিদল প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠকে বসেছে।

আজ বুধবার দুপুর ৩টায় আগারগাওস্থ নির্বাচন ভবনের সভা কক্ষে সিইসি এ এম এম নাসির উদ্দিনের সাথে বৈঠকে বসেছেন জামায়াতের নেতারা। বৈঠকে চার নির্বাচন কমিশনার, ইসি সচিব উপস্থিত আছেন। আর ছয় সদস্যের প্রতিনিধিদলে আছেন সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

জানা গেছে, বৈঠকের নির্বাচনের সার্বিক পরিস্থিতি, লেভেল প্লেয়িং ফিল্ড, আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে আলোচনা হবে।

এর আগে, জামায়াতের পক্ষ থেকে বেশ কিছু প্রস্তাব দেয়া হয়েছিল, সেগুলোর অগ্রগতি নিয়েও আলোচনা হবে।