নয়া দিগন্তের প্রতিষ্ঠাতা সম্পাদক ও বাসসের পরিচালনা বোর্ডের সদস্য বর্ষিয়ান সাংবাদিক আলমগীর মহিউদ্দিনের মৃত্যুতে বিভিন্ন মহল শোক প্রকাশ করেছে।
তার গভীর শোক প্রকাশ করেছেন দিগন্ত মিডিয়া করপোরেশনের চেয়ারম্যান শিব্বির মাহমুদ। তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
জাতীয় প্রেস ক্লাব : প্রতিথযশা এই সাংবাদিকের ইন্তেকালে গণমাধ্যমসহ রাজনৈতিক অঙ্গনেও শোকের ছায়া নেমে এসেছে। জাতীয় প্রেস ক্লাব সভাপতি হাসান হাফিজ ও সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া আলমগীর মহিউদ্দিনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
বিএফইউজে-ডিইউজে : বর্ষীয়ান সাংবাদিক, দৈনিক নয়া দিগন্তের প্রতিষ্ঠাতা সম্পাদক ও বাংলাদেশ সংবাদ সংস্থা-বাসস পরিচালনা বোর্ডের সদস্য আলমগীর মহিউদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)। বিএফইউজে ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন, মহাসচিব কাদের গণি চৌধুরী ও ডিইউজে সভাপতি মো: শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক খুরশীদ আলম এক যুক্ত এক শোকবার্তায় বলেন, আলমগীর মহিউদ্দিন আজীবন গণতন্ত্র ও সংবাদপত্রের স্বাধীনতার জন্য লড়াই করেছেন। তার মৃত্যুতে সংবাদপত্র জগতে যে ক্ষতি হয়েছে, তা কখনো পূরণ হওয়ার নয়। নেতৃবৃন্দ মরহুমের রূহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক ও ভারপ্রাপ্ত মহসাচিব শেখ মামুনুর রশীদ এক শোকবাণীতে প্রতিথযশা সাংবাদিক আলমগীর মহিউদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।
তথ্য উপদেষ্টার শোক : বর্ষীয়ান সাংবাদিক ও দৈনিক নয়া দিগন্তের সাবেক সম্পাদক আলমগীর মহিউদ্দিনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো: মাহফুজ আলম।
এক শোকবার্তায় তিনি মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
উপদেষ্টা বলেন, ‘আলমগীর মহিউদ্দিন সাহসিকতার সাথে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করেছেন। তিনি সাংবাদিকতা পেশায় অনেকের কাছে অনুসরণীয় ব্যক্তি। তার মৃত্যু দেশের গণমাধ্যমের জন্য এক অপূরণীয় ক্ষতি।’
বিএনপি : এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, নয়া দিগন্তের সাবেক সম্পাদক ও প্রবীণ সাংবাদিক আলমগীর মহিউদ্দিনের মৃত্যুতে তার পরিবার-পরিজনদের মতো আমিও গভীরভাবে সমব্যথী। সৎ ও নিষ্ঠাবান সাংবাদিক ও নয়া দিগন্তের সাবেক সম্পাদক হিসেবে দায়িত্ব পালনকালে তিনি ছিলেন আপসহীন। সাংবাদিকতার পেশাগত দায়িত্ব পালনে বরাবরই তিনি ছিলেন নির্ভীক ও দ্বিধাহীন। আমি তার রূহের মাগফিরাত কামনা করছি এবং শোকাহত পরিবারবর্গ, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা।
এ ছাড়া গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। শোকবাণীতে তিনি বলেন, আলমগীর মহিউদ্দিন অবিসংবাদিত সিনিয়র সাংবাদিক। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে তার অবদান অনস্বীকার্য। গণতন্ত্র, বাকস্বাধীনতা ও মানবাধিকার প্রতিষ্ঠায় তিনি আজীবন সংগ্রাম করে গিয়েছেন। তার ইন্তেকালে জাতি একজন প্রথিতযশা সাংবাদিককে হারাল। আমি তার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করছি এবং তার রূহের মাগফিরাত কামনা করছি। সেই সাথে তার শোকাহত পরিবার-পরিজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। এ ছাড়া জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো: নূরুল ইসলাম বুলবুল এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম শোক প্রকাশ করেছেন।
খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের এক শোকবাণীতে মহান আল্লাহর দরবারে মরহুমের আত্মার মাগফিরাত ও জান্নাতুল ফিরদাউস কামনা করেন। শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর শোক ও সহানুভূতি প্রকাশ করেন।
শোক প্রকাশ করেছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী। শোকবার্তায় তিনি বলেন, তার মৃত্যুতে জাতি একজন বর্ষীয়ান সাংবাদিক, কলামিস্ট, শিক্ষিত ও যোগ্য ডানপন্থী ইসলামিক চিন্তাবিদকে হারাল। যার শূন্যতা সহজেই পূরণ হওয়ার নয়। খেলাফত আন্দোলন নেতৃবৃন্দ মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন।
বাংলাদেশ খেলাফত আন্দোলনের অপর অংশের আমিরে শরিয়ত আল্লামা আবু জাফর কাসেমী ও মহাসচিব মুফতি ফখরুল ইসলাম শোকবাণীতে বলেন, আলমগীর মহিউদ্দিন ছিলেন একজন সাংবাদিক মিষ্টভাষি সদালাপী এবং ইসলামী বুদ্ধিজীবী। তার ইন্তেকালে বাংলাদেশ শুধু একজন সাংবাদিক নয় একজন ইসলামী বুদ্ধিজীবীকেও হারিয়েছে। আল্লাহ তার শোকসন্তপ্ত পরিবার পরিজনকে ধৈর্যধারণ করার তাওফিক দান করুন আমীন।
ইসলামী ঐক্য জোটের চেয়ারম্যান ও বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি মাওলানা আব্দুর রকিব অ্যাডভোকেট এবং যুগ্ম মহাসচিব মুখপাত্র মাওলানা মো: ইলিয়াস আতহারী শোক প্রকাশ করে বলেন, তার লেখনী ছিল সব সময় ইসলাম ও স্বাধীনতার পক্ষে। আমরা আলমগীর মহিউদ্দিনের রূহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ তায়ালা তাহাকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করুন।
বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা: মোস্তাফিজুর রহমান ইরান ও ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম তার ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন। এ ছাড়া বাংলাদেশ যুব মিশন আহ্বায়ক মো: সালমান খান বাদশা, সদস্যসচিব মো: জাবের আহমেদ ও বাংলাদেশ ছাত্র মিশন কেন্দ্রীয় সভাপতি সৈয়দ মো: মিলন ও সাধারণ সম্পাদক মো: নাজমুল ইসলাম মামুন গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করছেন। ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের শীর্ষ নেতা লায়ন মো: ফারুক রহমান ও মহাসচিব অ্যাডভোকেট মো: জাকির হোসেন শোক প্রকাশ করেছেন।
নিউ নেশন পত্রিকার প্রকাশক সাজু হোসেন এক বাণীতে আলমগীর মহিউদ্দিনের ইন্তেকালে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
সম্পাদক পরিষদ : দৈনিক নয়া দিগন্ত পত্রিকার সাবেক সম্পাদক আলমগীর মহিউদ্দিনের মৃত্যুতে শোক প্রকাশ করেছে সম্পাদক পরিষদ। এক শোকবাণীতে তার রূহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছে সংগঠনটি। সম্পাদক পরিষদের পক্ষে সভাপতি মাহফুজ আনাম ও সাধারণ সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ শোকবাণীতে বলেন, ‘আমরা মহান আল্লাহর দরবারে প্রার্থনা করছি, তিনি যেন শোকাহত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দেন।
মফস্বল সাংবাদিক অ্যাসোসিয়েশন : নয়া দিগন্তের সাবেক সম্পাদক আলমগীর মহিউদ্দিনের ইন্তেকালে শোক প্রকাশ করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক অ্যাসোসিয়েশনের (বিআরজেএ) চেয়ারম্যান শাখাওয়াত ইবনে মঈন চৌধুরী ও মহাসচিব শেখ মোহাম্মদ তাজুল ইসলাম।
এক শোকবার্তায় তারা বলেন, আলমগীর মহিউদ্দিন ছিলেন দেশের সাংবাদিকতা অঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র। পেশাগত সততা, নিষ্ঠা ও নেতৃত্বগুণে তিনি সাংবাদিকদের জন্য এক অনুকরণীয় ব্যক্তিত্ব হয়ে উঠেছিলেন। তিনি শুধু একজন দক্ষ সাংবাদিকই নন, ছিলেন একাধারে সম্পাদক ও সংগঠক। আমরা একজন অভিজ্ঞ, প্রজ্ঞাবান ও সম্মানিত অভিভাবক হারালাম, যিনি বিআরজেএর কার্যক্রমে সব সময় নিবেদিতভাবে যুক্ত ছিলেন এবং সংগঠনের উন্নয়নে অসামান্য ভূমিকা রেখেছেন।
মালয়েশিয়া প্রতিনিধি জানান, দৈনিক নয়া দিগন্তের সাবেক সম্পাদক ও বর্ষীয়ান সাংবাদিক নেতা আলমগীর মহিউদ্দিনের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব মালয়েশিয়া সভাপতি মো: আমিনুল ইসলাম রতন, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম হিরন, সাবেক সভাপতি মোস্তফা ইমরান রাজু, সিনিয়র সহসভাপতি রফিক আহমদ খান, সহসভাপতি কায়সার হামিদ হান্নান, মো: আব্দুল কাদের, যুগ্ম- সাধারণ সম্পাদক সাঈদ হক, সাংগঠনিক সম্পাদক বাপ্পী কুমার দাস, দফতর সম্পাদক সওকত হোসেন জনি, সদস্য বসির ইবনে জাফর, সাংবাদিক আশরাফুল মামুন, মোহাম্মদ আলী প্রমুখ । শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, আলমগীর মহিউদ্দিন ছিলেন এক সাহসী সাংবাদিক, যিনি দেশ ও জাতি গঠনে বলিষ্ঠ ভূমিকা রেখেছেন।
নেতৃবৃন্দ মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন ।
গতকাল শনিবার (২৩ আগস্ট) বেলা দেড়টায় বর্ষিয়ান এই সাংবাদিক ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৮৩ বছর। রাজধানীর ফার্মগেটের মনিপুরীপাড়া কৃষি ল্যাবরেটরিজ মসজিদে বাদ মাগরিব মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাকে রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়।
ব্যক্তিজীবনে আলমগীর মহিউদ্দিন দুই মেয়ের বাবা। তার বড় মেয়ে কানাডায় বসবাস করেন। চার বছর আগে তার স্ত্রী মারা যান।
বিগত আওয়ামী আমলে দীর্ঘ ১৬ বছর তার প্রতিষ্ঠান নয়া দিগন্তের পাশাপাশি তিনিও নানা বৈষম্য ও জুলুমের শিকার হয়েছেন। তার মৃত্যুতে নয়া দিগন্ত পরিবারসহ পুরো গণমাধ্যম অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
গণমাধ্যম জগতের অন্যতম পুরোধা ও দেশের বিশিষ্ট বুদ্ধিজীবী আলমগীর মহিউদ্দিন বয়সজনিত কারণে বিভিন্ন রোগব্যাধিতে আক্রান্ত হয়ে পড়েন। সর্বশেষ গত ৩০ মে বাসায় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাকে দ্রুত রাজধানীর আনোয়ার খান মডার্ন মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অসুস্থ হওয়ার পর থেকে তিনি নির্বাক ও নিঃসাড় ছিলেন। কিছুটা সুস্থ হলে কয়েক দিন পর তাকে বাসায় নেয়া হয়। গত সপ্তাহে তিনি আবার অসুস্থ হয়ে পড়লে আবারো একই হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল তিনি মারা যান।
চিকিৎসকরা জানিয়েছেন, তার দেহে খনিজ অসমতা, সোডিয়াম, কোরিন, ম্যাগনেশিয়াম, ক্যালসিয়াম ও পটাসিয়ামের মতো এক বা একাধিক খনিজের মাত্রাতিরিক্ত উপস্থিতি অথবা ঘাটতি দেখা দেয়। এ ছাড়া তার ইউরিন, শ্বাসকষ্ট, ব্লাড প্রেসার ওঠানামাসহ নানাবিধ সমস্যা ছিল বলেও চিকিৎসকরা জানিয়েছেন।
প্রবীণ সাংবাদিক আলমগীর মহিউদ্দিন ১৯২৪ সালের ১ মার্চ নাটোর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি চাঁচকৈড় নাজিম উদ্দিন উচ্চবিদ্যালয়ে পড়াশোনা করেন। পরে রাজশাহী কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তিনি ওই বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী ছিলেন।
আলমগীর মহিউদ্দিন ২০০৪ সালে প্রতিষ্ঠালগ্ন থেকেই নয়া দিগন্তের সম্পাদক ছিলেন। এর আগে তিনি নিউ নেশনের সম্পাদক ছিলেন। তার আগে তিনি বাংলাদেশ টাইমসের বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
নামাজে জানাজা : গতকাল বাদ মাগরিব মনিপুরীপাড়া কৃষি ল্যাবরেটরিজ মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব অধ্যাপক মো: আবদুল জলিল, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ও সাংবাদিক কল্যাণ ট্রাস্টের এমডি এম আবদুল্লাহ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক খুরশিদ আলম, ডিইউজের সাবেক সাধারণ সম্পাদক ও নয়া দিগন্তের ফিচার বিভাগের প্রধান মুহাম্মদ বাকের হোসাইন, জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট হেলাল উদ্দিন, সহকারী সেক্রেটারি ড. আবদুল মান্নান, ঢাকা মহানগর উত্তরের প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি আতাউর রহমান সরকার, ওয়ারী থানা আমির মুতাছিম বিল্লাহ, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় অফিস সম্পাদক নূর মুহাম্মদ, নয়া দিগন্তের সিটি এডিটর আশরাফুল ইসলামসহ সাংবাদিক নেতা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও নয়া দিগন্ত পরিবারের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ও সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের নামাজে জানাজার পর উপস্থিত হয়ে সবাইকে সাথে নিয়ে তার রূহের মাগফিরাতের জন্য মহান রবের কাছে মুনাজাত করেন। দৈনিক নয়া দিগন্ত কার্যালয়ে তার রূহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়। এ সময় নির্বাহী সম্পাদক মাসুমুর রহমান খলিলী, যুগ্ম বার্তা সম্পাদক মুহাম্মদ খায়রুল বাশার, চিফ রিপোর্টার আবু সালেহ আকনসহ নয়া দিগন্ত পরিবারের সাংবাদিকরা অংশ নেন।