বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের পক্ষ থেকে ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার সময়সূচি পরিবর্তন করার দাবিতে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান বরাবর স্মারকলিপি দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম স্বাক্ষরিত স্মারকলিপিটি কেন্দ্রীয় দফতর সম্পাদক সিবগাতুল্লাহর নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল কমিশনের চেয়ারম্যানের কাছে পৌঁছে দেন।
স্মারকলিপিতে বলা হয়, গত ১৯ সেপ্টেম্বর ২০২৫ বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের অধীনে ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল এবং পূর্বঘোষিত লিখিত পরীক্ষার সময়সূচি অনুযায়ী আগামী ২৭ নভেম্বর ২০২৫ তারিখ থেকে লিখিত পরীক্ষা শুরু হবে। অর্থাৎ, প্রিলিমিনারি পরীক্ষা-পরবর্তী লিখিত পরীক্ষার মধ্যে সময়ের ব্যবধান মাত্র ৬৯ দিন।
নিয়োগ প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতা কমানো এবং অন্যান্য নিয়োগসমূহ রোডম্যাপ অনুযায়ী সম্পন্ন করার পিএসসির এই পদক্ষেপ অবশ্যই প্রশংসনীয়। কিন্তু প্রিলি-পরবর্তী দুই মাসের কাছাকাছি সময়ের ব্যবধানে লিখিত পরীক্ষার প্রস্তুতি সম্পন্ন করা, বিশেষ করে প্রথমবারের মতো লিখিত পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে।
অন্যদিকে, পরীক্ষার মাত্র এক সপ্তাহ বাকি থাকলেও প্রার্থীরা এখনো পরীক্ষার সময় পিছিয়ে দেয়ার দাবিতে আন্দোলন করছেন। তাদের দাবি হচ্ছে- এর আগে কোনো বিসিএস পরীক্ষার লিখিত পর্ব এত দ্রুত অনুষ্ঠিত হয়নি। নতুন অংশ নেয়া পরীক্ষার্থীদের জন্য মেধাভিত্তিক প্রতিযোগিতা অনেকটাই ব্যাহত হবে। তাই পরীক্ষার্থীদের প্রস্তুতির জন্য আরো সময় প্রয়োজন।
নিকট অতীতের বিভিন্ন বিসিএসের প্রিলিমিনারি রেজাল্ট প্রকাশিত হওয়ার পর লিখিত পরীক্ষা নেয়ার সময়ের ব্যবধান পর্যালোচনায় দেখা যায় ছয় মাসের কম সময়ের ব্যবধানে প্রিলি-পরবর্তী লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। তাই শিক্ষার্থীদের দাবি বিবেচনায় নিয়ে দ্রুত কোনো সমাধানে এলে তা সবার জন্যই কল্যাণকর হবে।
স্মারকলিপিতে শিবিরের পক্ষ থেকে পিএসসির প্রতি জোর দাবি জানিয়ে বলা হয়- পরীক্ষার্থীদের (বিশেষ করে নতুন অংশ নেয়া) উপযুক্ত প্রস্তুতির সুযোগ নিশ্চিত করতে ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার সময়সূচি যৌক্তিক পরিবর্তনের মাধ্যমে সমাধান করা হোক।
সূত্র : বাসস



