এনটিএমসি ‘শারদীয় সুরক্ষা অ্যাপ’ চালু

দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে এনটিএমসি চালু করেছে ‘শারদীয় সুরক্ষা অ্যাপ’, যা দিয়ে আইনশৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিকভাবে অভিযোগ গ্রহণ ও পদক্ষেপ নিতে পারবে।

নিজস্ব প্রতিবেদক
ন্যাশনাল টেলিকম মনিটরিং সেন্টার (এনটিএমসি)-এর সংবাদ সম্মেলন
ন্যাশনাল টেলিকম মনিটরিং সেন্টার (এনটিএমসি)-এর সংবাদ সম্মেলন |নয়া দিগন্ত

দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে ‘শারদীয় সুরক্ষা অ্যাপ’ চালু করেছে ন্যাশনাল টেলিকম মনিটরিং সেন্টার (এনটিএমসি)।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে বিষয়টি তুলে ধরেন এনটিএমসির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল কাইয়ূম। এ সময় অ্যাপটির কার্যক্রম নিয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেন এনটিএমসির কমান্ডার সাইফুল ইসলাম।

এনটিএমসি জানায়, দুর্গোৎসব চলাকালে পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় অনাকাঙ্ক্ষিত ঘটনা দ্রুত রিপোর্ট ও আইনশৃঙ্খলা বাহিনীর তৎক্ষণাৎ পদক্ষেপ নিশ্চিত করতেই এই অ্যাপ চালু করা হয়েছে। পূজামণ্ডপে নিয়োজিত আনসার সদস্যরা সরাসরি অ্যাপের মাধ্যমে রিপোর্ট পাঠাচ্ছেন। রিপোর্ট পাওয়ার সাথে সাথে সংশ্লিষ্ট থানাসহ দায়িত্বপ্রাপ্ত বাহিনীর সদস্যদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাচ্ছে। পাশাপাশি এনটিএমসির কোঅর্ডিনেশন সেল ও অবজারভাররা সার্বক্ষণিক বিষয়টি পর্যবেক্ষণ করছেন। মোবাইলে ও কম্পিউটারে অ্যাপসটি ব্যবহার করতে পারছেন।

সংস্থাটি জানায়, এই অ্যাপ্লিকেশন শুধু কর্তব্যরত আনসারসহ আইন প্রয়োগকারী সংস্থা ব্যবহার করতে পারবে। সেখানে প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে কী পদক্ষেপ নেয়া হয়েছে তা পর্যবেক্ষণ করার ব্যবস্থা রয়েছে। আনসারসহ বিভিন্ন বাহিনীর ৮৩ হাজার ৪৫৬ জন সদস্য এই অ্যাপস ব্যাবহার করছেন। ২৮ সেপ্টেম্বর থেকে এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে মোট ১৩২টি অভিযোগ পাওয়া গেছে। গতবারের পূজা ও বড় দিনেও এই অ্যাপ্লিকেশন ব্যবহৃত হয়েছিল।