সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ৪৮তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষার (এমসিকিউ) ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন মোট ৫ হাজার ২০৬ জন। তারা মৌখিক পরীক্ষায় অংশ নিতে পারবেন।
রোববার (২০ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে এ ফল প্রকাশ করা হয়। পিএসসি’র জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
পিএসসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪৮তম বিশেষ বিসিএস পরীক্ষা-২০২৫-এর লিখিত পরীক্ষা ১৮ জুলাই অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় সহকারী সার্জন পদে ৪ হাজার ৬৯৫ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৫১১ জন প্রার্থী সাময়িকভাবে উত্তীর্ণ হয়েছেন।
পরীক্ষার পূর্ণাঙ্গ ফলাফল ও প্রাসঙ্গিক তথ্যাবলি সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) পাওয়া যাবে।
গত ১৮ জুলাই সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকার ২৭টি কেন্দ্রে ৪৮তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষা (এমসিকিউ) অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় অংশ নিতে আবেদন করেন ৪১ হাজার ২৫ জন প্রার্থী।
পিএসসি সূত্রে জানা যায়, ৪৮তম বিশেষ বিসিএসে তিন হাজার চিকিৎসক নিয়োগ দেয়া হবে। এরমধ্যে সহকারী সার্জন নেয়া হবে ২ হাজার ৭০০ জন। আর সহকারী ডেন্টাল সার্জন নেয়া হবে ৩০০ জন।