সড়ক পরিবহন উপদেষ্টা

বিগত স্বৈরাচার আমলে অব্যবহৃত সড়ক নির্মাণের অপব্যয় বন্ধ করা হবে

‘বিগত স্বৈরাচার আমলে সারাদেশে অসংখ্য সড়ক নির্মাণ করা হয়েছে, সেগুলোর কোনো ব্যবহার নেই। সড়ক নির্মাণে যে, অপব্যয়, অপচয় ও অনাচার হয়েছে অচিরেই তা বন্ধ করা হবে।’

নয়া দিগন্ত অনলাইন
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান |ফাইল ছবি

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, বিগত স্বৈরাচার আমলে সারাদেশে অসংখ্য সড়ক নির্মাণ করা হয়েছে, সেগুলোর কোনো ব্যবহার নেই। সড়ক নির্মাণে যে, অপব্যয়, অপচয় ও অনাচার হয়েছে অচিরেই তা বন্ধ করা হবে।

শনিবার (৬ ডিসেম্বর) নরসিংদীর পাঁচদোনা-ডাঙ্গা-ঘোড়াশাল আঞ্চলিক সড়কের নামফলক উন্মোচনকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ জিয়াউল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই আজম বীরপ্রতীক, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া। বাসস