খালেদা জিয়ার জন্য দোয়ার পোস্ট কোনো নির্দিষ্ট দলের নয় : ফারুকী

মোস্তফা সরয়ার ফারুকী জানিয়েছেন, খালেদা জিয়ার জন্য দেশের মানুষ দোয়া করছেন এবং এটি কোনো নির্দিষ্ট দলের উদ্যোগ নয়; তিনি বাংলাদেশের অন্যতম মিলনস্বরূপ চরিত্র হিসেবে দ্রুত সুস্থ হয়ে দেশে ফিরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

নয়া দিগন্ত অনলাইন
মোস্তফা সরয়ার ফারুকী
মোস্তফা সরয়ার ফারুকী |ফাইল ছবি

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য শুধু একটি নির্দিষ্ট দলের লোকজন না, সবাই ফেসবুকে পোস্ট করে দোয়া চাইছেন বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

শুক্রবার (২৮ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

ফেসবুক পোস্টে মোস্তফা সরয়ার ফারুকী লেখেন, আমার নিউজফিডজুড়ে খালেদা জিয়ার জন‍্য মানুষের দোয়া প্রার্থনা। এবং এই পোস্টগুলা কোনো একটা নির্দিষ্ট দলের মানুষের না। একটা মানুষের জীবনে এর চেয়ে বড় অর্জন আর কী থাকতে পারে?

তিনি লেখেন, কালচারাল সফট পাওয়ারের সাহায্য ছাড়াই, কোনো বুদ্ধিজীবী গ‍্যাংয়ের নামজপ ছাড়াই খালেদা জিয়া যেভাবে মানুষের কাছে হয়ে উঠেছেন বাংলাদেশের সবচেয়ে বড় ইউনিফাইং ক‍্যারেক্টার, এটা এক প্রকার ব্লেসিংস।

ফারুকী বলেন, সুস্থ হয়ে তিনি দ্রুতই বাসায় ফিরবেন এবং বাংলাদেশের গণতান্ত্রিক ট্রানজিশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন, এই প্রার্থনা।