কক্সবাজারে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের দীর্ঘমেয়াদি বাস্তুচ্যুতি ও এর ফলে উদ্ভূত আঞ্চলিক নিরাপত্তা ঝুঁকি, প্রত্যাবাসনের অচলাবস্থা এবং জীবিকা সঙ্কট নিয়ে আগামী শনিবার (৩০ আগস্ট) রাজধানীতে এক বিশেষ সেমিনারের আয়োজন করা হয়েছে।
‘রোহিঙ্গা শরণার্থী সঙ্কট: আঞ্চলিক নিরাপত্তা ঝুঁকি, প্রত্যাবাসনের পথ ও জীবিকার চ্যালেঞ্জ’ শীর্ষক এ সেমিনার আয়োজন করেছে জাপানের সাসাকাওয়া পিস ফাউন্ডেশন (এসপিএফ)-এর পিস বিল্ডিং ডিপার্টমেন্ট।
অনুষ্ঠানটি বেলা ১২টায় ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে অনুষ্ঠিত হবে।
বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সেমিনারে কক্সবাজারের শরণার্থী শিবিরে মানবিক সহায়তা হ্রাস, জীবিকার ওপর প্রভাব, দারিদ্র্য ও মানবপাচারের ঝুঁকি এবং প্রত্যাবাসন প্রক্রিয়ার অচলাবস্থা নিয়ে বিশদ আলোচনা হবে।
সাম্প্রতিক বছরগুলোতে ইউক্রেন ও গাজার যুদ্ধসহ বৈশ্বিক বিভিন্ন সঙ্কট আন্তর্জাতিক দাতাদের মনোযোগ অন্যত্র সরিয়ে নিয়েছে। ফলে রোহিঙ্গা সঙ্কটে অর্থায়ন উল্লেখযোগ্যভাবে কমেছে। জাতিসঙ্ঘের বিভিন্ন সংস্থার তথ্য অনুযায়ী, ২০২৪ সালে প্রয়োজনীয় সেবা ও জীবিকা কর্মসূচিতে ৭০ শতাংশ পর্যন্ত কাটছাঁট হয়েছে।
সেমিনারের সঞ্চালনা করবেন রয়্যাল ইউনিভার্সিটি অব ঢাকার ডিন ড. আবু বকর সিদ্দিক। আলোচনার মডারেটর হিসেবে থাকবেন ড. ইমাদুল ইসলাম, সিনিয়র রিসার্চ ফেলো, ওশান পলিসি রিসার্চ ইনস্টিটিউট, সাসাকাওয়া পিস ফাউন্ডেশন, জাপান। প্যানেল আলোচনায় অংশ নেবেন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর নিয়াজ আহমেদ খান, ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশের সেন্টার ফর বে অব বেঙ্গল স্টাডিজের উপদেষ্টা রাষ্ট্রদূত (অব.) তারিক এ করিম, বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান, অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটি সহকারী অধ্যাপক ড. ফাহিম হুসেইন।
আলোচনার পর উন্মুক্ত সেশন ও সমাপনী বক্তব্য থাকবে। সেমিনার থেকে প্রাপ্ত সুপারিশগুলো একটি নীতি-প্রস্তাব আকারে প্রণয়ন করে সংশ্লিষ্ট অংশীজনদের সাথে আলোচনার ভিত্তিতে সমন্ময় করা হবে।
এটি আগামী ৩০ সেপ্টেম্বর জাতিসঙ্ঘ সদর দফতরে অনুষ্ঠিতব্য ‘হাই-লেভেল কনফারেন্স অন দ্য সিচুয়েশন অব রোহিঙ্গা মুসলিমস অ্যান্ড আদার মাইনরিটিস ইন মিয়ানমার’ সম্মেলনে আলোচনার জন্য উপস্থাপিত হবে।