নতুন সচিব পেল ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় এবং বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে দু’ অতিরিক্ত সচিবকে এই দুই দফতরে সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।
বুধবার (৩০ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১-শাখার উপসচিব মোহাম্মদ রফিকুল হক সাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে বলা হয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুন নাসের খানকে সচিব হিসেবে ডাক ও টেলিযোগাযোগ বিভাগে প্রদান করা হলো। এছাড়া মুদ্রণ ও প্রকাশনা অধিদফতরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মিস তসলিমা কানিজ নাহিদাকে সচিব মর্যাদায় মহাপরিচালক পদে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডে পদায়ন করা হলো।
এদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১-শাখার অপর পৃথক প্রজ্ঞাপনে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) সৈয়দ মো: নুরুল বাসির ও জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত অতিরিক্ত সচিব মেহেদী হাসানকে ওএসডি করা হয়েছে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব নুজহাত ইয়াসমিনকে পানিসম্পদ মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ হাওড় ও জলা ভূমি উন্নয়ন অধিদফতরের মহাপরিচালক পদে প্রেষণে পদায়ন করা হয়েছে। বাসস