ঢামেক চিকিৎসকদের সফলতা

আলাদা হলো জোড়া লাগানো শিশু জুহি-রুহি

গত ২৪ জুন প্রায় চার ঘণ্টার অস্ত্রোপচারের মাধ্যমে তাদের আলাদা করা হয়। যেহেতু তারা ছোট ছিল তাই অবজারভেশনে রেখে মেডিক্যালে বোর্ড গঠন করার পর চিকিৎসা দেয়া হয়।

নিজস্ব প্রতিবেদক

Location :

Dhaka City
শিশু জুহি-রুহি
শিশু জুহি-রুহি |নয়া দিগন্ত

নীলফামারীর জলঢাকায় জোড়া লাগানো শিশু জুহি ও রুহিকে সফলভাবে অস্ত্রোপচারে আলাদা করতে সক্ষম হয়েছেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের (ঢামেক) চিকিৎসকরা।

বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুর ১২টা দিকে শিশু সার্জারি বিভাগের (ইউনিট-২) অধ্যাপক ডা: কানিজ হাসিনা জানান, গত ১৩ জানুয়ারি ওবায়দুল ইসলাম ও শিরীনা বেগম দম্পতির জোড়া লাগানো দু’ শিশু রুহি ও জুহি ঢাকা মেডিক্যালে ভর্তি হয়। ২৪ জুন প্রায় চার ঘণ্টার অস্ত্রোপচারের মাধ্যমে তাদের আলাদা করা হয়। যেহেতু তারা ছোট ছিল তাই অবজারভেশনে রেখে মেডিক্যালে বোর্ড গঠন করার পর চিকিৎসা দেয়া হয়। এ সময় সার্জারি ছাড়াও যারা অপারেশনে যারা সহযোগিতা করেন তারা হলেন প্লাস্টিক সার্জারি, পেডিয়াট্রিক সার্জারি, নিওনেটোলোজি, রেডিওলজি অ্যান্ড ইমেজিং, অর্থোপেডিক, নবজাতক বিভাগ, নিউরো সার্জারি ও অ্যানেস্থেসিওলোজি বিভাগের চিকিৎসকরা।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান খান, সহকারী পরিচালক ডা: আশরাফুল আলম ও অন্য চিকিৎসকরা।