আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারার প্রার্থীতা বৈধ বলে ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ফুটবল মার্কার জন্য আবেদন করবেন বলে জানিয়েছেন ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা।
আজ শনিবার রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে প্রার্থিতা বৈধ হওয়ার পর সাংবাদিকদের তিনি এ কথা জানান।
নির্বাচন কমিশনে অনুষ্ঠিত আপিল শুনানিতে তার মনোনয়ন বৈধ করেন কমিশন। ইসির অডিটোরিয়ামে শুনানি শেষে এ সিদ্ধান্ত দেয়া হয়।
এ সময় তাসনিম জারা বলেন, ‘নির্বাচন কমিশনে আমাদের যে আপিল, সেটা মঞ্জুর হয়েছে। ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমি যে মনোনয়নপত্র দিয়েছিলাম আমার প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে।
তিনি বলেন, ‘গত এক সপ্তাহে আসলে খুব একটা অন্যরকম অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছি। দেশে-বিদেশে সবাই অনেক শুভকামনা জানিয়েছেন, অনেক দোয়া করেছেন। যখন রাস্তায় মানুষের সাথে কথা বলছিলাম অনেকেই হতাশা প্রকাশ করেছেন, কষ্ট পেয়েছেন, বলছেন দোয়া করছেন। তাদের সকলকে ধন্যবাদ।’
পছন্দের মার্কার কথা জানিয়ে তাসনিম জারা আরো বলেন, ‘আমরা এখন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে যে মার্কা, সেটার জন্য আবেদন করতে পারব। সেই প্রক্রিয়ায় আমাদের পছন্দ ফুটবল মার্কা নিয়ে আবেদন করব। তারপর নির্বাচন কমিশনের সিদ্ধান্ত থাকবে। নির্বাচন কমিশনকেও ধন্যবাদ। ওনারা আমাদের যুক্তিগুলো শুনেছেন।’
এর আগে, আজ পৌনে ১টার দিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রার্থিতা ফিরে পান।



