৬ জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ, প্রজ্ঞাপন জারি

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১-শাখা থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
স্বরাষ্ট্র মন্ত্রণালয়
স্বরাষ্ট্র মন্ত্রণালয় |নয়া দিগন্ত গ্রাফিক্স

দেশের ছয় জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগ দিয়েছে সরকার।

রোববার (১৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১-শাখা থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে পিবিআইয়ের পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলমকে গাইবান্ধা জেলার পুলিশ সুপার করা হয়েছে। পাশাপাশি দিনাজপুর জেলার পুলিশ সুপার মো: মারুফাত হুসাইনকে ফরিদপুর জেলায়, ডিএমপির পুলিশ সুপার মো: মিজানুর রহমানকে দিনাজপুর জেলায় এবং হবিগঞ্জের পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমানকে পাবনার পুলিশ সুপার করা হয়েছে।

Police Super

এছাড়া ডিএমপির পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসকে হবিগঞ্জ জেলার পুলিশ সুপার এবং ডিএমপির উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ বিল্লাল হোসেনকে নীলফামারীর পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।