৪৬তম বিসিএস লিখিত পরীক্ষার সময়সূচি অনুযায়ী প্রার্থীদের সকাল ৯টা ৪৫ মিনিটের মধ্যে হলে প্রবেশ সম্পন্ন করতে হবে। এ সময়ের পর কোনো প্রার্থীকে হলে প্রবেশ করতে দেয়া হবে না বলে জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
মঙ্গলবার (৮ জুলাই) পিএসসি’র পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, লিখিত পরীক্ষা শুরুর অন্তত ১৫ মিনিট আগে প্রার্থীদের হলে প্রবেশ করতে হবে। বিষয়টি পরীক্ষার প্রবেশপত্র এবং পরীক্ষা পরিচালনা সংক্রান্ত গুরুত্বপূর্ণ নির্দেশনাতেও সুস্পষ্টভাবে উল্লেখ রয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সুষ্ঠুভাবে পরীক্ষা পরিচালনা এবং পরীক্ষার হলের শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে প্রার্থীদের এ নির্দেশনা কঠোরভাবে মেনে চলার আহ্বান জানানো হয়েছে। একইসাথে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনাগুলো যথাযথভাবে প্রতিপালনের জন্য অনুরোধ জানানো হয়েছে। বাসস