রাজধানীর ডেমরা রাসেল ব্রিজ এলাকায় দুর্বৃত্তের মারধরে মোহাম্মদ সাঈদ (৩০) নামে এক অটোরিকশা চালকের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।
রোববার (২ নভেম্বর) রাতে ঢাকা মেডিক্যালের নতুন ভবনের ৬০১ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত সাঈদের স্ত্রী রত্না আক্তার জানান, আমার স্বামী পেশায় একজন অটো রিকশার চালক। গত (৩১ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে ডেমরা রাসেল ব্রিজ এলাকায় গেলে কে বা কারা তাকে পিটিয়ে গুরুতর জখম করে। পরে আমরা খবর পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই । সেখানে তার অবস্থার অবনতি হলে পরে ঢাকা মেডিক্যালে নিয়ে আসলে আমার স্বামীকে ৬০১ নম্বর ওয়ার্ডে ভর্তি দেয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় রোববার দিবাগত রাতে দিকে তার মৃত্যু হয়।
তিনি আরো জানান, আমাদের গ্রামের বাড়ি সিলেট জেলা সুনামগঞ্জ এলাকায়। আমার শ্বশুরের নাম আজগর আলী। বর্তমানে যাত্রাবাড়ীর বাঁশেরপুল আমিনবাগ ২নং গেইট এলাকায় আমরা থাকতাম। আমার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানার পুলিশকে অবগত করা হয়েছে।



