জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন মির্জা ফখরুল

জিয়ারত শেষে সমাধিস্থল থেকে বেরিয়ে মির্জা ফখরুল সাংবাদিকদের সাথে কোনো কথা বলেননি। তিনি সরাসরি নিজের গাড়িতে উঠে চলে যান। এ সময় বিএনপি মহাসচিবের একান্ত সহকারী ইউনূছ আলী তার সাথে ছিলেন।

নয়া দিগন্ত অনলাইন
শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর |ইন্টারনেট

সাবেক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ বৃহস্পতিবার বিকেল সোয়া ৫টায় তিনি রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে জিয়াউর রহমানের সমাধিস্থলে পৌঁছান। গাড়ি থেকে নেমে তিনি সরাসরি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরের পাশে যান। সেখানে তিনি সুরা ফাতিহা পাঠ করেন এবং দুই হাত তুলে আল্লাহর দরবারে মোনাজাত করেন।

জিয়ারত শেষে সমাধিস্থল থেকে বেরিয়ে মির্জা ফখরুল সাংবাদিকদের সাথে কোনো কথা বলেননি। তিনি সরাসরি নিজের গাড়িতে উঠে চলে যান। এ সময় বিএনপি মহাসচিবের একান্ত সহকারী ইউনূছ আলী তার সাথে ছিলেন।

এর আগে, সর্বসাধারণের জন্য বন্ধ থাকার পর আজ বৃহস্পতিবার দুপুরে জিয়াউর রহমানের সমাধিস্থলটি খুলে দেয়া হয়। গতকাল বিকেলে রাষ্ট্রীয় মর্যাদায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে তার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশেই শায়িত করা হয়।

প্রিয় নেত্রীর মৃত্যুর পর আজ ইংরেজি নববর্ষের প্রথম দিন সকাল থেকেই বিজয় সরণি মোড়ে নেতা-কর্মীদের ঢল নামে। সকাল ৯টার দিকে বিজয় সরণি সড়ক খুলে দেয়া হলেও নিরাপত্তা কড়াকড়ির কারণে শুরুতে সমাধিস্থলে কাউকে প্রবেশ করতে দেয়া হয়নি। পরে দুপুর ১২টার দিকে প্রবেশপথ উন্মুক্ত করে দিলে নেতা-কর্মীরা ফুল ও পুষ্পস্তবক নিয়ে ভেতরে যাওয়ার সুযোগ পান। এসময় অনেক নেতা-কর্মীকে তাদের প্রিয় নেত্রীর জন্য দুই হাত তুলে অশ্রুসিক্ত নয়নে দোয়া করতে দেখা যায়।

সূত্র : বাসস