ভোটের দিন ঠিক রেখে পাবনার দুটি আসনে নতুন তফসিল

রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৮ জানুয়ারি।

বিশেষ সংবাদদাতা

হাইকোর্টের আপিল বিভাগের নির্দেশ অনুসারে, জাতীয় সংসদের পাবনা-১ ও ২ আসনের নুতন সীমানা জারি করে সিডিউল ঘোষণা করা হয়েছে বলে বৃহস্পতিবার রাতে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ পরিচালক রূহুল আমিন মল্লিক।

ইসি সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত তফসিলে বলা হয়েছে, রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৮ জানুয়ারি। মনোনয়নপত্র বাছাই ১৯ জানুয়ারি, আপিল দায়ের ২০ থেকে ২৪ জানুয়ারি। আপিল নিষ্পত্তি ২৫ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৬ জানুয়ারি। প্রতীক বরাদ্দ ২৭ জানুয়ারি। ভোটগ্রহণ ১২ ফেব্রুয়ারি ২০২৬।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘যেহেতু বাংলাদেশের সংবিধানের (অতঃপর সংবিধান বলিয়া উল্লিখিত) অনুচ্ছেদ ৬৫-এর অধীন সংসদ গঠন করিবার লক্ষ্যে সংসদ-সদস্যদের সাধারণ নির্বাচন অনুষ্ঠান করা প্রয়োজন।

সেহেতু, সুপ্রিম কোর্টের আপিল বিভাগ কর্তৃক Civil Petition for Leave to Appeal No. 190 Of 2026 এ ১৫ জানুয়ারি ২০২৬ তারিখে প্রদত্ত আদেশের প্রেক্ষিতে গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর অনুচ্ছেদ ১১ এর দফা (১) অনুসারে, জাতীয় সংসদ পঠন করিবার উদ্দেশ্যে ৬৬ পাবনা-১ এবং ৬৯ পাবনা-২ নির্বাচনী এলাকা হইতে একজন সদস্য নির্বাচনের জন্য ভোটারগণকে আহ্বান জানাইয়া বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক ইতিপূর্বে প্রকাশিত ১১ ডিসেম্বর ২০২৫ তারিখের প্রজ্ঞাপন নম্বর ১৭,০০,০০০০.০১৪.৩৯.০০৯.২৫-৩৬৭ এর সংশ্লিষ্ট অংশটুকু বাতিলপূর্বক এই প্রজ্ঞাপনের মাধ্যমে উক্ত নির্বাচন অনুষ্ঠানের জন্য নিম্নবর্ণিত সময়সূচি ঘোষণা করা হইল।’