স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, আগামী ৫ ডিসেম্বর আন্তর্জাতিক ফরেনসিক বিশেষজ্ঞরা বাংলাদেশে আসবেন এবং ৭ ডিসেম্বর থেকে গণকবরের শহীদদের ফরেনসিকের মাধ্যমে শনাক্ত করা শুরু হবে।
আজ রোববার রাজধানীর রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ সংলগ্ন কবরস্থানে জুলাই গণঅভ্যুত্থান ২০২৪-এর শহীদদের গণকবর জিয়ারত শেষে তিনি এসব কথা বলেন।
আসিফ মাহমুদ বলেন, জাতীয় ও আন্তর্জাতিক ফরেনসিক এক্সপার্টদের মাধ্যমে রায়েরবাজারে অস্থায়ী মর্গ ও ক্যাম্প স্থাপন করে কার্যক্রম পরিচালনা করা হবে।
এই কার্যক্রম বাস্তবায়নকারী সংস্থা হিসেবে সিআইডি কাজ করবে বলেও উল্লেখ করেন তিনি।
সূত্র : বাসস



