১৩ নভেম্বর ঘিরে সরকার ‘সতর্ক’, কাউকে সন্দেহজনক মনে হলে জানানোর আহ্বান

ট্রাইব্যুনাল, মেট্রোরেলসহ কেপিআই বা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনাভুক্ত এলাকায় বাড়তি নিরাপত্তা প্রস্তুতি নেয়া হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব:) মো: জাহাঙ্গীর আলম চৌধুরী
সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব:) মো: জাহাঙ্গীর আলম চৌধুরী |ইন্টারনেট

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আগামী ১৩ নভেম্বরের কর্মসূচি নিয়ে সরকার সতর্ক আছে, কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড সহ্য করা হবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব:) মো: জাহাঙ্গীর আলম চৌধুরী। কাউকে সন্দেহজনক মনে হলে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বানও জানিয়েছেন তিনি।

আজ মঙ্গলবার সকালে সচিবালয়ে নিজ দফতরে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।

উপদেষ্টা বলেন, ট্রাইব্যুনাল, মেট্রোরেলসহ কেপিআই বা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনাভুক্ত এলাকায় বাড়তি নিরাপত্তা প্রস্তুতি নেয়া হয়েছে।

আগামী ১৩ নভেম্বর ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায়ের তারিখ ঘোষণা করার কথা রয়েছে। ওই দিনই ‘ঢাকা লকডাউন’ কর্মসূচির ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ।

এছাড়া আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাহিনীগুলোর প্রস্তুতি শেষ পর্যায়ে বলেও জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

তিনি জানান, ‘নির্বাচনে প্রায় দেড় লাখ পুলিশ, এক লাখ সেনাবাহিনীর সদস্য, ৩৫ হাজারের মতো বিজিবি এবং সাড়ে পাঁচ লাখের ওপরে আনসার সদস্য মোতায়েত থাকবে।’